NDA Parliament Meet: পাশেই নীতীশ নায়ডু, সেন্ট্রাল হলে টিম NDA! সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হলেন মোদি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
NDA Parliament Meet: সংসদের সেন্ট্রাল হলে NDA-র সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠকে হাজির মোদি-শাহ-নাড্ডারা। মঞ্চে নরেন্দ্র মোদির একদম পাশেই দেখা যায় চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে। বেলা সাড়ে ১১টা থেকে এদিনের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানাবে NDA।
নয়াদিল্লি: সংসদের সেন্ট্রাল হলে NDA-র সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠকে হাজির মোদি-শাহ-নাড্ডারা। মঞ্চে নরেন্দ্র মোদির একদম পাশেই দেখা যায় চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে। বেলা সাড়ে ১১টা থেকে এদিনের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানাবে NDA।
সংসদের সেন্ট্রাল হলের বৈঠকে নরেন্দ্র মোদির নাম লোকসভায় BJP-র সংসদীয় দলনেতা, NDA-এর দলনেতা এবং লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব করেন রাজনাথ সিং। সেই প্রস্তাব সমর্থন করেন অমিত শাহ এবং অনুমোদন করেন নীতিন গড়করি। শরিক দলগুলির পক্ষ থেকে JD(S) প্রধান এইচ ডি কুমারস্বামী, TDP সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুও এই প্রস্তাব অনুমোদন করেন।
LIVE: PM @NarendraModi addresses NDA Parliamentary PartyMeeting https://t.co/9BQBBK6pS9
— Pralhad Joshi (Modi Ka Parivar) (@JoshiPralhad) June 7, 2024
advertisement
advertisement
প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির পরপর তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্ভবত ৯ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। বেশ কয়েকজন বিশ্ব নেতাদের উপস্থিতিতে হতে চলেছে শপথ গ্রহণ। যাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবারই এসে পৌঁছবেন। বৃহস্পতিবারই প্রধান নির্বাচন কমিশনার ও তার দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নবনির্বাচিত সদস্যদের তালিকা তাঁর কাছে জমা দেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2024 12:47 PM IST