• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • রাষ্ট্রীয় মহিলা কমিশনের উদ্যোগে মহিলাদের জন্য বিপুল আয়ের সুযোগ

রাষ্ট্রীয় মহিলা কমিশনের উদ্যোগে মহিলাদের জন্য বিপুল আয়ের সুযোগ

Representative Image

Representative Image

রাষ্ট্রীয় মহিলা কমিশনের উদ্যোগে মহিলাদের জন্য বিপুল চাকরির সুযোগ

 • Share this:

  #নয়াদিল্লি: মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে কেন্দ্রীয় মহিলা কমিশনের নয়া উদ্যোগ। উত্তর-পূর্ব ভারতের মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলতে Airbnb-এর সঙ্গে হাত মেলাল NCW।

  কেন্দ্রীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগ মহিলাদের সামনে স্বনির্ভর হওয়ার বিপুল রাস্তা খুলে দেবে। Airbnb মহিলাদের জন্য লঘু উদ্যোগ, পর্যটন ও হসপিটালিটি ক্ষেত্রে চাকরির বহু সুযোগ তৈরি করবে বলে মত মহিলা কমিশনের।

  চুক্তি অনুযায়ী Airbnb পর্যটন ও হসপিটালিটি-এর মতো ক্ষেত্রে মহিলাদের নিয়োগ করবে। এই কোম্পানি উত্তর-পূর্ব ভারতের গ্রামগুলিতে মহিলাদের হোম-স্টে তৈরি করতে আর্থিক সহায়তা ও পরিকাঠামোগত সুবিধা দেবে। এর ফলে ওই জায়গাগুলিতে বাড়বে পর্যটন ব্যবসার সুযোগ। এই প্রজেক্ট মহিলাদের সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠার সুযোগ তৈরি করবে।

  First published: