এবার শিক্ষাক্ষেত্রে ৫ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবে মুসলমানরা, বিল আনছে মহারাষ্ট্র সরকার

Last Updated:

এই মর্মে বিল আনতে চলেছে উদ্ধব ঠাকরে সরকার ৷ ক্ষমতায় আসার পরে সংখ্যালঘু উন্নয়নে আরও জোর দেওয়ার কথা বলেছিল মহারাষ্ট্রের মহা আগড়ি সরকার অর্থাৎ এনসিপি-শিবসেনা জোট সরকার ৷

#মুম্বই: প্রাথমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েট, সমস্ত রকমের শিক্ষাপ্রতিষ্ঠানে এবার থেকে ৫ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন মুসলিম পড়ুয়ারা ৷ এই মর্মে বিল আনতে চলেছে উদ্ধব ঠাকরে সরকার ৷ ক্ষমতায় আসার পরে সংখ্যালঘু উন্নয়নে আরও জোর দেওয়ার কথা বলেছিল মহারাষ্ট্রের মহা আগড়ি সরকার অর্থাৎ এনসিপি-শিবসেনা জোট সরকার ৷ সেই মতোই মুসলিমদের জন্য শিক্ষাক্ষেত্রে ৫ শতাংশ সংরক্ষণের বিল আনা হবে মহারাষ্ট্রে ৷
শুক্রবার কংগ্রেস নেতা শরদ রনপিসের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী- এনসিপি নেতা নবাব মালিক জানান, চলতি বাজেট অধিবেশনেই এই বিলটি আনার পরিকল্পনা রয়েছে সরকারের ৷ এখন শিক্ষাক্ষেত্রে এই সংরক্ষণ করা হলেও ভবিষ্যতে চাকরির ক্ষেত্রেও মুসলিমদের জন্য বিশেষ সংরক্ষণ আনতে পারে সরকার ৷ যদিও এই ঘোষণার পরেই সরকারের প্রবীণ মন্ত্রী একনাথ শিন্ডে বলেন, এধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁর জানা নেই ৷ তাঁর মতে, আলোচনা হয়েছে তবে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ শিন্ডের মন্তব্যের পরই বিশেষজ্ঞদের ধারণা, মূলক কংগ্রেস ও এনসিপি-র চাপে পড়েই এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জোট সরকার ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার শিক্ষাক্ষেত্রে ৫ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবে মুসলমানরা, বিল আনছে মহারাষ্ট্র সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement