২৮ দিনে ৮০টি নির্বাচনী সভা করে গুরুতর গলার সমস্যায় সিধু, বন্ধ কথা বলা
Last Updated:
#নয়াদিল্লি: নির্বাচন মরশুমের শুরু থেকেই কেন্দ্রীয় শাসক দলের নিশানায় একাধিকবার এসেছেন নভজ্যোৎ সিং সিধু । তবে বেশ কয়েকদিন ধরেই কংগ্রেসের নির্বাচনী প্রচারে দেখা যায়নি তাঁকে । এর মূল কারণ ২৮ দিনে প্রায় ৮০টি নির্বাচনী প্রচারসভা করে নিজের স্বরযন্ত্র তথা ভোক্যাল কর্ডের সমস্যায় ভুগছেন সিধু। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর এই মুহূর্তে স্টেরয়েড ওষুধ ও ইঞ্জেকশন চলছে তাঁর । খুব শীঘ্রই সুস্থ হয়ে প্রচারকাজে ফিরতে চান তিনি ।
গত ডিসেম্বরেও একই সমস্যায় ভুগছিলেন তিনি তখনও চিকিৎসক তাঁকে বিশ্রাম করার পরামর্শ দিলেও প্রচারকাজ চালিয়ে গিয়েছেন তিনি । পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ১৭ দিনে প্রায় ৭০টি নির্বাচনী সভা করেছিলেন সিধু ।
লোকসভা নির্বাচন উপলক্ষ্যে কংগ্রেসের প্রায় ৮০টি সভা করেছেন সিধু যার ফলে গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গলার আওয়াজ । চিকিৎসকের পরামর্শে আপাতত স্টেরয়েড ওষুধ নিচ্ছেন তিনি । চারদিন কথা বলা বন্ধ তাঁর ও একইসঙ্গে সম্পূর্ণ বিশ্রামও নিতে হবে তাঁকে ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2019 6:40 PM IST