ট্রেন দুর্ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা, পরিবার হারানো শিশুদের দত্তক নেওয়ার আশ্বাস নভজ্যোত সিধুর

Last Updated:
#অমৃতসর: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় ৬০ জনের ৷ এই ভয়াবহ ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের সন্তানদের দত্তক নেওয়ার কথা ঘোষণা করলেন নভজ্যোত সিং সিধু ৷ রাবণ দহনের ঘটনার সাক্ষি থাকতে গিয়ে ট্রেন চাপা পড়েছিলেন অনেকেই ৷ সেই ঘটনার ভয়াবহতা ছিল ব্যাপক ৷ আর সেদিন রাবণ দহনের মঞ্চে প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভজ্যোত সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু ৷ দুর্ঘটনার পর থেকেই নিজের উপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়ছিলেন তিনি ৷ কারণ রাবণ দহন দেখতে গিয়ে রেল লাইনের উপর উঠে এসেছিলেন অনেকেই, যেখান থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটে ৷ সিধু এবং তাঁর স্ত্রীকে বারবারই এই নিয়ে জবাবদিহি করতে হয় ৷ তারপরই এমন সিদ্ধান্ত নিলেন এই দম্পতি ৷
অন্যদিকে অমৃতসরের রাবণ দহনের অনুষ্ঠানের মূল উদ্যোগতা ও প্রধান অতিথি হিসেবে থাকা সিধুর স্ত্রী বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহারের মুজাফফরপুরে ৷
ইতিমধ্যেই প্রথম দফার ক্ষতিপূরণ হিসেবে পঞ্জাব সরকারের পক্ষ থেকে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে ২১টি ক্ষতিগ্রস্থ পরিবারকে ৷ অন্যান্য পরিবারকে খুব শীঘ্রই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রী বি মোহিন্দর ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেন দুর্ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা, পরিবার হারানো শিশুদের দত্তক নেওয়ার আশ্বাস নভজ্যোত সিধুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement