মানুষ ঘরের মধ্যে, মুম্বইয়ের জলাশয়ে উড়ে এল লাখ লাখ গোলাপি ফ্লেমিঙ্গো
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#মুম্বই: গোটা দেশেই চলছে লক ডাউন । করোনা আতঙ্কে এখন গৃহবন্দী গোটা দেশই । আর সেই সুযোগেই যেন ডানা মেলতে চলেছে এই বসুন্ধরা । কবি লিখেছিলেন, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ গোটা দেশ যখন কাবু ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ভাইরাসের চোখ রাঙানিতে । বিশ্ব যখন নাভিঃশ্বাস তুলছে । তখন আপন খেয়ালে ফের নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে প্রকৃতি । মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতি মা । নিস্তেজ হয়ে যাওয়া শহরে আজ বিনা চিন্তায় হেঁটে বেড়াচ্ছে হরিণ,, নীলগাই, বাঘরোল, ভামের দল । পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে । খাওয়ার উপযুক্ত হয়ে উঠেছে গঙ্গার জল ।
এমনই মন ভাল করে দেওয়া দৃশ্য দেখা গেল নভি মুম্বইয়ের জলাশয়ে । ডলফিনের পর এবার ফ্লেমিঙ্গো । লাখ লাখ ফ্লেমিঙ্গো উড়ে এল বাণিজ্যনগরীর তীরে । শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা থাকেন নভি মুম্বইয়ে। তাঁর বহুতল ‘সিউড কমপ্লেক্স’-এর বারান্দা থেকেই সেই অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দী করলেন তিনি ।
Mysterious ways of Nature? Mumbai backwaters, as seen from Seawoods Complex in Nerul. Every year 100s of pink flamingos migrate to this spot. But this year, numbers are truly spectacular. It’s mystery, sitting 1000s of miles away, how did flamingos come to know about the change? pic.twitter.com/SZiVSH49j0
— Harinder S Sikka (@sikka_harinder) April 16, 2020
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2020 12:44 PM IST