মহারাষ্ট্রে নতুন সমীকরণ! দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকে রাজ ঠাকরে, হঠাৎ আলোচনার কেন্দ্রে

Last Updated:

সোমবার কাকভোরে নিজের বাসভবন ছেড়ে দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে গিয়ে উপস্থিতি হন রাজ।

পিটিআই, ফাইল ছবি
পিটিআই, ফাইল ছবি
#মুম্বই: ফের নতুন এক সমীকরণের গন্ধ মহারাষ্ট্রে। সামনেই রয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্য়াল কর্পোরেশনের নির্বাচন। সেখানে লড়াইয়ের এক নতুন মাত্রা যোগ করতে চলেছে রাজ ঠাকরে, অন্তত সোমবারের পর তেমনই মনে করা হচ্ছে। মহারাষ্ট্রের নবগঠিত বিজেপি সরকারের উপ-মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সোমবার দেখা করছেন রাজ ঠাকরে। তাঁদের মধ্য়ে দীর্ঘক্ষণ আলোচনাও হয়েছে। মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনে এই দুই শক্তি আরও কাছাকাছি আসতে পারে, তৈরি হতে পারে জোট।
সোমবার কাকভোরে নিজের বাসভবন ছেড়ে দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে গিয়ে উপস্থিতি হন রাজ। সংবাদমাধ্য়মের নজর এড়াতেই সকাল পৌনে সাতটায় রওনা দিয়ে সাড়ে সাতটার মধ্য়ে ফড়নবিশের কাছে পৌঁছে যান তিনি। সেখানে ১ ঘণ্টা কথা হয় দুজনের মধ্য়ে। যদিও এই সব খবরই মিলেছে সূত্র মারফত, দু-পক্ষের কেউই বৈঠকের কথা স্বীকার করেননি। এর আগে সৌজন্য়ের খাতিরে রাজ ঠাকরের বাড়িতে একবার গিয়েছিলেন দেবেন্দ্র। তখন তিনি জানিয়েছিলেন, রাজের শরীর খারাপ, একটি অস্ত্রোপচার হয়েছে, সেই কারণে তিনি রাজকে দেখতে এসেছেন। এই ঘটনাটি ঘটে জুলাই মাসে।
advertisement
advertisement
আরও পড়ুন: পড়াশোনার অসহ্য চাপ, নিজের জীবন দিয়ে 'মুক্তি'র পথ খুঁজল দুর্গাপুরের দ্বাদশের ছাত্র!
সাম্প্রতিক কালে রাজ ঠাকরে মহারাষ্ট্রের রাজনীতিতে ফের একটা তল খুঁজে পেতে সক্রিয় থাকছেন প্রায়. সব সময়েই। সম্প্রতি তিনি গিয়েছিলেন পুণেতে। সেখানেও সদস্য়পদ বৃদ্ধির কাজ করেন তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রে নতুন সমীকরণ! দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকে রাজ ঠাকরে, হঠাৎ আলোচনার কেন্দ্রে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement