দূষণ কমায় প্রকৃতি ফিরে পাচ্ছে রূপ!‌ হঠাৎ ঝকঝকে পরিষ্কার গঙ্গা ও যমুনার জল

Last Updated:

বলা হয়েছে, গঙ্গার জলের দূষণের পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ কমে গিয়েছে

#‌নয়া দিল্লি: দেশে লকডাউন চলছে। সর্বত্র কলকারখানা বন্ধ, গাড়ি‌ নেই, লোকের দেখা নেই। স্বাভাবিক কারণে বাতাসে দূষণের মাত্রা কমে গিয়েছে হু হু করে। দেশের বড় শহরগুলিতে এখন সামান্যতম দূষণও নেই। পরিষ্কার হচ্ছে আকাশ। ফিরে আসছে পশু, পাখির দল। দিল্লির রাস্তায় দেখা মিলছে হরিণ, ময়ূরের।
advertisement
লকডাউনের ফলে দ্রুত দূষণের মাত্রা যে কমেছে, তা দেখা যাচ্ছে নদীর জলের দিকে তাকালেও। সম্প্রতি একটি ট্যুইট করে যমুনা নদীর ছবি পোস্ট করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। সেই ট্যুইটে মন্ত্রকের পক্ষ থেকে লেখা হয়েছে, সম্ভবত প্রকৃতি নিজেই নিজের সঙ্গ উপভোগ করছে। মেঘমুক্ত আকাশ, পরিষ্কার নদীর জল, আর আর সবুজের সমারোহ। দেখুন, দিল্লির কালিন্দি কুঞ্জ থেকে যমুনা নদীর ছবি।
advertisement
আর শুধু যমুনা নয়, গঙ্গার ছবিও ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। কানপুর সংলগ্ন গঙ্গার ভিডিওতে দেখা গিয়েছে পাল্টে গিয়েছে গঙ্গা জলের রংও। বলা হয়েছে, গঙ্গার জলের দূষণের পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ কমে গিয়েছে। সর্বত্র পরিবেশের এই অনন্য রূপ ধরা পড়েছে বলেই আজ যেন নিঃশ্বাস নিতে পারছে প্রকৃতি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দূষণ কমায় প্রকৃতি ফিরে পাচ্ছে রূপ!‌ হঠাৎ ঝকঝকে পরিষ্কার গঙ্গা ও যমুনার জল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement