#নয়া দিল্লি: দেশে লকডাউন চলছে। সর্বত্র কলকারখানা বন্ধ, গাড়ি নেই, লোকের দেখা নেই। স্বাভাবিক কারণে বাতাসে দূষণের মাত্রা কমে গিয়েছে হু হু করে। দেশের বড় শহরগুলিতে এখন সামান্যতম দূষণও নেই। পরিষ্কার হচ্ছে আকাশ। ফিরে আসছে পশু, পাখির দল। দিল্লির রাস্তায় দেখা মিলছে হরিণ, ময়ূরের।
Probably #nature is enjoying its own company! Clean clouds, crystal clear water and the greens. The view Yamuna at Kalindi Kunj, Delhi. #NatureHeals #COVID2019 #SaturdayThoughts pic.twitter.com/zIdYpNJh5R
— Ministry of Jal Shakti, DoWR,RD,GR (@MoJSDoWRRDGR) April 4, 2020
লকডাউনের ফলে দ্রুত দূষণের মাত্রা যে কমেছে, তা দেখা যাচ্ছে নদীর জলের দিকে তাকালেও। সম্প্রতি একটি ট্যুইট করে যমুনা নদীর ছবি পোস্ট করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। সেই ট্যুইটে মন্ত্রকের পক্ষ থেকে লেখা হয়েছে, সম্ভবত প্রকৃতি নিজেই নিজের সঙ্গ উপভোগ করছে। মেঘমুক্ত আকাশ, পরিষ্কার নদীর জল, আর আর সবুজের সমারোহ। দেখুন, দিল্লির কালিন্দি কুঞ্জ থেকে যমুনা নদীর ছবি।
আর শুধু যমুনা নয়, গঙ্গার ছবিও ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। কানপুর সংলগ্ন গঙ্গার ভিডিওতে দেখা গিয়েছে পাল্টে গিয়েছে গঙ্গা জলের রংও। বলা হয়েছে, গঙ্গার জলের দূষণের পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ কমে গিয়েছে। সর্বত্র পরিবেশের এই অনন্য রূপ ধরা পড়েছে বলেই আজ যেন নিঃশ্বাস নিতে পারছে প্রকৃতি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।