৩ মে পর্যন্ত দেশজুড়ে বাড়ল লকডাউন, ঘোষণা করলেন মোদি
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মোদি জানান, বুধবার লকডাউনের নয়া গাইডলাইন প্রকাশ করবে দেশ৷ একই সঙ্গে এদিন সাতটি পদক্ষেপ পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানান মোদি৷
#নয়াদিল্লি: প্রত্যাশা মতোই দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মরেন্দ্র মোদি৷ আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, 'লকডাউন সবচেয়ে বেশি জোরদার থাকবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত৷ এই কয়েকদিনে দেশের সব রিজিয়নকে লক্ষ্য রাখা হবে৷ লকডাউনের নিয়ম সবাই কঠোর ভাবে মানলে, সংশ্লিষ্ট এলাকায় কিছু ছাড় দেওয়া হবে৷'
While making new guidelines, we have kept in mind the interests of the poor and daily wage workers. Harvesting of Rabi crops is also underway. Central Govt and state Govts are working together to ensure that farmers face minimal problems: PM Modi #COVID19 pic.twitter.com/Z9Se34DlbH
— ANI (@ANI) April 14, 2020
advertisement
advertisement
মোদি জানান, বুধবার লকডাউনের নয়া গাইডলাইন প্রকাশ করবে দেশ৷ একই সঙ্গে এদিন সাতটি পদক্ষেপ পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানান মোদি৷ তিনি বলেন, 'স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা হচ্ছে৷ বাড়ানো হয়েছে বেড, হাসপাতাল৷ ৬০০-র বেশি হাসপাতাল করোনা মোকাবিলায় কাজ করছে৷ আমাদের পরিমিত পরিকাঠামো সত্ত্বেও আমি তরুণ বিজ্ঞানীদের বলব, আপনারা এগিয়ে আসুন, করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা করুন৷'
advertisement
India to remain in lockdown till May 3, announces PM Modi Read @ANI Story | https://t.co/TpyrKLv1l5 pic.twitter.com/GDAPI3eZxU
— ANI Digital (@ani_digital) April 14, 2020
মোদি বলেন, স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে নজর রাখতে হবে সাম্ভব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পট কমবে, সেখানে বিশেষ ছাড় মিলবে ২০ এপ্রিল থেকে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2020 11:03 AM IST