ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরা দিতে চলেছে সোনিয়া-রাহুল

Last Updated:

বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামীর করা মামলায় শনিবার আদালতে হাজিরা দিতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, সহ সভাপতি রাহুল গান্ধিসহ পাঁচ জন । পাতিয়ালা হাউস কোর্টে এদিন দুপুর তিনটেয় হাজিরা দেবেন তাঁরা।

#নয়াদিল্লি:  বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামীর করা মামলায় শনিবার আদালতে হাজিরা দিতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, সহ সভাপতি রাহুল গান্ধিসহ পাঁচ জন । পাতিয়ালা হাউস কোর্টে এদিন দুপুর তিনটেয় হাজিরা দেবেন তাঁরা।
ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় বেনামে অর্থ বিনিয়োগ করেছে গান্ধি পরিবার, এই অভিযোগ তুলে সোনিয়া-রাহুল সহ পাঁচ কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী ৷ সেই মামলার শুনানি শনিবার হতে চলেছে পাতিয়ালা কোর্টে ৷ 'নিয়ম মেনেই আদালতে হাজিরা দেব',সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন সোনিয়া গান্ধি ৷ শুধু তাই নয়, কংগ্রেস সূত্রে খবর, আদালত হেফাজতের  নির্দেশ দিলে, সেক্ষেত্রে জামিনের আবেদনও জানাবেন না তাঁরা। কয়েকটি সূত্রের দাবি, অস্কার ফার্নান্ডেজ,  মোতিলাল ভোরা ও বাকি কংগ্রেস নেতারা জামিন চাইলেও সোনিয়া রাহুল তা করবেন না ৷ বরং মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার তত্ত্ব জোরালো করতে জেল যাত্রা করবেন তাঁরা ৷ যদিও কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান রণদীপ সিং সূরজেওয়ালা সম্পূর্ণ অস্বীকার করেছেন এই তত্ত্ব ৷ তাই, সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই প্রথম কোনও আদালতে সশরীরে উপস্থিত থাকতে চলেছেন সোনিয়া-রাহুল ৷
advertisement
কংগ্রেস সূত্রে খবর, মৌখিকভাবে দিল্লির কংগ্রেসের সদর দফতরে দুপুর একটা নাগাদ সকল সাংসদের উপস্থিত থাকতে বলা হয়েছে৷ রাজনীতির আঁচ অনুভব করেই পাটিয়ালা হাউস কোর্টের বাইরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে ৷ পুলিশ বাহিনী ছাড়াও মোতায়েন ৫০০ জওয়ান ৷ আদালতের নির্দেশের দিকে তাকিয়ে দিল্লির রাজনৈতিক মহল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরা দিতে চলেছে সোনিয়া-রাহুল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement