ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধি ও রাহুল গান্ধি-সহ অন্যান্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগকে কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধি ও রাহুল গান্ধি-সহ অন্যান্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগকে কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আবেদনে ন্যাশনাল হেরাল্ড মামলায় ট্রায়াল কোর্টের সিদ্ধান্ত নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছে তদন্ত সংস্থা ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (PMLA) এর অধীনে আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখার আবেদন জানানো হয়েছে ইডির তরফে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া, রাহুল-সহ আরও পাঁচজনের বিরুদ্ধে ইডির আর্থিক প্রতারণার অভিযোগ সংক্রান্ত চার্জশিট গ্রহণ করতেই অস্বীকার করে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট ৷ এই মামলায় আদালতের অবস্থান কার্যত সনিয়া গান্ধি রাহুল গান্ধির জন্য বড় স্বস্তি বলেই আখ্যা দেয় রাজনৈতিক মহল। কিন্তু দু’দিন কাটতে না কাটতেই এই মামলায় নতুন করে ইডির দিল্লি হাইকোর্টে আবেদন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
advertisement
রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক (পিসি আইন) বিশাল গোগনে এই বিষয়ে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া আদেশ বাতিল করে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং অন্যান্য অভিযুক্তরা এই মামলায় দিল্লি পুলিশের দায়ের করা প্রথম তথ্য প্রতিবেদনের (এফআইআর) একটি অনুলিপি পাওয়ার অধিকারী নন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 11:09 PM IST










