Har Ghar Tiranga Campaign: শুধু দিনে নয়, এবার রাতেও হবে জাতীয় পতাকা উত্তোলন! নিয়মে বড় বদল কেন্দ্রের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Har Ghar Tiranga Campaign: দিন-রাত, যে কোনও সময় হবে পতাকা উত্তোলন!
নয়াদিল্লি: এবার থেকে প্রত্যেক দেশবাসী নিজের বাড়িতে দিন-রাত জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন। কারণ কেন্দ্রের মোদি সরকার স্বাধীনতা দিবসের আগে 'হর ঘর তিরঙ্গা সমারোহ' (Har Ghar Tiranga Campaign) উদযাপন করবে। যার জেরে জাতীয় পতাকা উত্তোলনের নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে।
এতদিন পর্যন্ত জনসাধারণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করতে পারত। সূর্যাস্তের পর আর জাতীয় পতাাকা উত্তোলনের অনুমতি ছিল না। এবার সেই নিয়মে বড়সড় বদল হল।
আরও পড়ুন- লক্ষ্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ, বেজিং- দিল্লি আলোচনা
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা একটি চিঠিতে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম বদলের উল্লেখ করেছেন। তিনি ২০ জুলাই সমস্ত সচিবকে চিঠি লিখেছিলেন।
advertisement
advertisement
চিঠিতে বলা হয়েছে, তেরঙ্গা উত্তোলনের নতুন নিয়ম এবার কার্যকর হবে। চিঠিতে নতুন নিয়ম সম্পর্কে বলা হয়েছে। ভারতীয় পতাকার কোড ২০০২-এর আরও কয়েকটি নিয়মের সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম নিম্নরূপ- কোনো উন্মুক্ত স্থানে বা জনসাধারণের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হলে এখন থেকে তা দিন-রাত, যে কোনও সময়ে করা যাবে।
আগে নিয়ম ছিল, যে কোনো খোলা জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হলে তা যতদূর সম্ভব সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যন্ত উত্তোলন করা উচিত। আবহাওয়া যাই হোক না কেন, এই নিয়মে বদল করা যাবে না।
advertisement
স্বরাষ্ট্রসচিব তাঁর চিঠিতে বলেছেন, ভারতীয় নাগরিকদের 'হর ঘর তিরঙ্গা' অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত। নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উত্সাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই বছর কেন্দ্র স্বাধীনতার অমৃত মহোত্সব উদযাপন করছে। ১৩ থেকে ১৫ অগাস্ট প্রত্যেকের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করার আর্জি জানিয়েছে সরকার।
আরও পড়ুন- বিদায়ী নৈশভোজে নরেন্দ্র মোদির সঙ্গে সস্ত্রীক রাম নাথ কোবিন্দ, দেখুন ছবি
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে আবেদন করেছে, প্রতিটি বাড়িতে যেন তেরঙ্গা উত্তোলন হয়! প্রধানমন্ত্রী মোদি তার টুইটে বলেছেন, 'এই বছর আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছি। আসুন প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা আন্দোলনকে শক্তিশালী করি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2022 6:31 PM IST