হোম /খবর /দেশ /
ফারুক আবদুল্লাহকে তলব ইডি-র, প্রতিহিংসার অভিযোগ তুলল ন্যাশনাল কনফারেন্স

ফারুক আবদুল্লাহকে তলব ইডি-র, প্রতিহিংসার অভিযোগ তুলল ন্যাশনাল কনফারেন্স

ফারুক আবদুল্লাহ৷ Photo-PTI

ফারুক আবদুল্লাহ৷ Photo-PTI

২০১৮ সালে ন্যাশনাল কনফারেন্সের এই সাংসদের বিরুদ্ধে জম্মু কাশ্মীর ক্রিকেট সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে চার্জশিট জমা দেয় সিবিআই৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ন্যাশনাল কনফারেন্স নেতা এবং জম্মু কাশ্নীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে ডেকে পাঠিয়ে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট৷ জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক অনিয়মের মামলায় ডেকে পাঠানো হয় প্রবীণ এই রাজনীতিবিদকে৷ ন্যাশনাল কনফারেন্সের তরফে অভিযোগ তোলা হয়েছে, যেহেতু কাশ্মীরের বিশেষ ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে উপত্যকার সব রাজনৈতিক দলগুলিকে একত্রিত করছেন ফারুক আবদুল্লাহ, তারই জেরে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ফারুক আবদুল্লাহকে হেনস্থা করা হয়েছে৷

২০১৮ সালে ন্যাশনাল কনফারেন্সের এই সাংসদের বিরুদ্ধে জম্মু কাশ্মীর ক্রিকেট সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে চার্জশিট জমা দেয় সিবিআই৷ ফারুক আবদুল্লাহ ছাড়াও চার্জশিটে আরও তিনজনের নাম ছিল৷ সিবিআই-এর অভিযোগ ছিল, ২০০২ থেকে ২০১১-এর মধ্যে জম্মু কাশ্মীর ক্রিকেট সংস্থায় ৪৩.৬৯ কোটি টাকা নয়ছয় করা হয়েছে৷

ন্যাশনাল কনফারেন্সের এক মুখপাত্র বলেছেন, 'গুপকর ঘোষণার পরই ইডি-র চিঠি এসেছে৷ কাশ্মীরে মানুষের যে জোট তৈরি হচ্ছে, এটা তার বিরুদ্ধে স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা৷' দলের তরফে আরও অভিযোগ করা হয়, নতুন জোটের সঙ্গে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরেই কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করছে বিজেপি৷

রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বী হলেও ফারুক আবদুল্লাহর পাশে দাঁড়িয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'ফারুক সাহেবকে ইডি-র পাঠানো এই আচমকা নোটিস প্রমাণ করে দেয়, জম্মু কাশ্মীরের রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করায় ভারত সরকার কতটা ভয় পেয়ে গিয়েছে৷ রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে আমাদের অধিকার ফিরে পাওয়ার সম্মিলিত লড়াইকে স্তিমিত করা যাবে না৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: ED, Farooq Abdullah, Jammu And Kashmir