ফারুক আবদুল্লাহকে তলব ইডি-র, প্রতিহিংসার অভিযোগ তুলল ন্যাশনাল কনফারেন্স

Last Updated:

২০১৮ সালে ন্যাশনাল কনফারেন্সের এই সাংসদের বিরুদ্ধে জম্মু কাশ্মীর ক্রিকেট সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে চার্জশিট জমা দেয় সিবিআই৷

২০১৮ সালে ন্যাশনাল কনফারেন্সের এই সাংসদের বিরুদ্ধে জম্মু কাশ্মীর ক্রিকেট সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে চার্জশিট জমা দেয় সিবিআই৷ ফারুক আবদুল্লাহ ছাড়াও চার্জশিটে আরও তিনজনের নাম ছিল৷ সিবিআই-এর অভিযোগ ছিল, ২০০২ থেকে ২০১১-এর মধ্যে জম্মু কাশ্মীর ক্রিকেট সংস্থায় ৪৩.৬৯ কোটি টাকা নয়ছয় করা হয়েছে৷
ন্যাশনাল কনফারেন্সের এক মুখপাত্র বলেছেন, 'গুপকর ঘোষণার পরই ইডি-র চিঠি এসেছে৷ কাশ্মীরে মানুষের যে জোট তৈরি হচ্ছে, এটা তার বিরুদ্ধে স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা৷' দলের তরফে আরও অভিযোগ করা হয়, নতুন জোটের সঙ্গে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরেই কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করছে বিজেপি৷
advertisement
advertisement
রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বী হলেও ফারুক আবদুল্লাহর পাশে দাঁড়িয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'ফারুক সাহেবকে ইডি-র পাঠানো এই আচমকা নোটিস প্রমাণ করে দেয়, জম্মু কাশ্মীরের রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করায় ভারত সরকার কতটা ভয় পেয়ে গিয়েছে৷ রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে আমাদের অধিকার ফিরে পাওয়ার সম্মিলিত লড়াইকে স্তিমিত করা যাবে না৷'
বাংলা খবর/ খবর/দেশ/
ফারুক আবদুল্লাহকে তলব ইডি-র, প্রতিহিংসার অভিযোগ তুলল ন্যাশনাল কনফারেন্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement