Nashik River : ঝুঁকির স্কুলযাত্রা ! নদীতে গলা পর্যন্ত ডুবে গিয়ে সন্তানকে বড় পাত্রে বসিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা, দেখুন ভিডিও

Last Updated:

Nashik River : প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পড়ুয়াদের পারাপার৷ কারণ নদীর উপরে একটা সেতু পর্যন্ত নেই

ঝুঁকির স্কুলযাত্রা
ঝুঁকির স্কুলযাত্রা
নাসিক : অনুপস্থিত বাতানুকূল বাস অথবা পুলকার৷ পরিবর্তে আছে বিশালাকায় কড়াই, গামলা বা ডেকচি৷ অথবা বাবার কাঁধ৷ তাতে বসেই স্কুলের পথে পড়ুয়ারা ৷ কারণ খরস্রোতা নদী এভাবেই পেরিয়ে পড়ুয়াদের রোজ স্কুলে যেতে হয় ৷ এ ছবি মহারাষ্ট্রের নাসিকের পেঠ তালুকে ৷ বর্ষায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ওই নদী এখন ফুলে ফেঁপে বয়ে যাচ্ছে৷ তার মধ্যে দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পড়ুয়াদের পারাপার৷ কারণ নদীর উপরে একটা সেতু পর্যন্ত নেই৷( Nashik Over flooded River)
সম্প্রতি এই ঝুঁকির পারাপার সামাজিক মাধ্যমে ট্যুইট করেছে এক সংবাদ সংস্থা৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সেই ট্যুইট৷ নেটিজেনদের প্রশ্ন, খুদে পড়ুয়াদের কথা ভেবে একটা সেতু বানিয়ে দেওয়া যায়নি কেন? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘‘নদী এখানে গভীর৷ কিন্তু পড়ুয়াদের স্কুলে তো যেতে হবে৷ তাই আমরা তাদের কাঁধে বা বড় পাত্রে চাপিয়ে স্কুলে নিয়ে যাই৷’’ নদীর উপরে একটা সেতুর জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷
advertisement
advertisement
advertisement
এই মরশুমে প্রবল বর্ষণে ভেসে গিয়েছে রায়গড়, পালঘর, নাসিক, পুণা, সাতারা, কোলাপুর-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশ৷ বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছিল মুম্বই, ঠানে, গড়চিরোলি, চন্দ্রপুর, রত্নগিরি, সিন্ধুদুর্গ, নন্দুরবার ও অন্যান্য এলাকায়৷
আরও পড়ুন :  সাফাইকর্মী থেকে এসবিআইয়ের শীর্ষ পদে! প্রতীক্ষার জীবনের গল্প হার মানায় ছবির চিত্রনাট্যকেও
তবে শুধু নাসিক নয় ৷ প্রতি বছর বর্ষাকালে এই একই ছবি দেখা যায় ওড়িশার সম্বলপুরে রাধাখোল ব্লকেও৷ এখানেও প্রতি বছর বৃষ্টির মরশুমে স্থানীয় পড়ুয়াদের জলোস্ফীত হরিহর নদ পেরিয়ে প্রাণ হাতে করে স্কুলে পৌঁছতে হয় ৷ এই নদী দুকূল ছাপিয়ে বয়ে যাওয়ার ফলে ভেঙে পড়ে সব যোগাযোগ ব্যবস্থা৷ ফলস্বরূপ সন্তানদের স্কুলে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য অভিভাবকদেরই প্রায় গলা পর্যন্ত ডুবে নদী পার হতে হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nashik River : ঝুঁকির স্কুলযাত্রা ! নদীতে গলা পর্যন্ত ডুবে গিয়ে সন্তানকে বড় পাত্রে বসিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা, দেখুন ভিডিও
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement