Nashik River : ঝুঁকির স্কুলযাত্রা ! নদীতে গলা পর্যন্ত ডুবে গিয়ে সন্তানকে বড় পাত্রে বসিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা, দেখুন ভিডিও

Last Updated:

Nashik River : প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পড়ুয়াদের পারাপার৷ কারণ নদীর উপরে একটা সেতু পর্যন্ত নেই

ঝুঁকির স্কুলযাত্রা
ঝুঁকির স্কুলযাত্রা
নাসিক : অনুপস্থিত বাতানুকূল বাস অথবা পুলকার৷ পরিবর্তে আছে বিশালাকায় কড়াই, গামলা বা ডেকচি৷ অথবা বাবার কাঁধ৷ তাতে বসেই স্কুলের পথে পড়ুয়ারা ৷ কারণ খরস্রোতা নদী এভাবেই পেরিয়ে পড়ুয়াদের রোজ স্কুলে যেতে হয় ৷ এ ছবি মহারাষ্ট্রের নাসিকের পেঠ তালুকে ৷ বর্ষায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ওই নদী এখন ফুলে ফেঁপে বয়ে যাচ্ছে৷ তার মধ্যে দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পড়ুয়াদের পারাপার৷ কারণ নদীর উপরে একটা সেতু পর্যন্ত নেই৷( Nashik Over flooded River)
সম্প্রতি এই ঝুঁকির পারাপার সামাজিক মাধ্যমে ট্যুইট করেছে এক সংবাদ সংস্থা৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সেই ট্যুইট৷ নেটিজেনদের প্রশ্ন, খুদে পড়ুয়াদের কথা ভেবে একটা সেতু বানিয়ে দেওয়া যায়নি কেন? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘‘নদী এখানে গভীর৷ কিন্তু পড়ুয়াদের স্কুলে তো যেতে হবে৷ তাই আমরা তাদের কাঁধে বা বড় পাত্রে চাপিয়ে স্কুলে নিয়ে যাই৷’’ নদীর উপরে একটা সেতুর জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷
advertisement
advertisement
advertisement
এই মরশুমে প্রবল বর্ষণে ভেসে গিয়েছে রায়গড়, পালঘর, নাসিক, পুণা, সাতারা, কোলাপুর-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশ৷ বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছিল মুম্বই, ঠানে, গড়চিরোলি, চন্দ্রপুর, রত্নগিরি, সিন্ধুদুর্গ, নন্দুরবার ও অন্যান্য এলাকায়৷
আরও পড়ুন :  সাফাইকর্মী থেকে এসবিআইয়ের শীর্ষ পদে! প্রতীক্ষার জীবনের গল্প হার মানায় ছবির চিত্রনাট্যকেও
তবে শুধু নাসিক নয় ৷ প্রতি বছর বর্ষাকালে এই একই ছবি দেখা যায় ওড়িশার সম্বলপুরে রাধাখোল ব্লকেও৷ এখানেও প্রতি বছর বৃষ্টির মরশুমে স্থানীয় পড়ুয়াদের জলোস্ফীত হরিহর নদ পেরিয়ে প্রাণ হাতে করে স্কুলে পৌঁছতে হয় ৷ এই নদী দুকূল ছাপিয়ে বয়ে যাওয়ার ফলে ভেঙে পড়ে সব যোগাযোগ ব্যবস্থা৷ ফলস্বরূপ সন্তানদের স্কুলে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য অভিভাবকদেরই প্রায় গলা পর্যন্ত ডুবে নদী পার হতে হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nashik River : ঝুঁকির স্কুলযাত্রা ! নদীতে গলা পর্যন্ত ডুবে গিয়ে সন্তানকে বড় পাত্রে বসিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement