কেমন হতে চলেছে ২১ জুনের সূর্যগ্রহণ ? ভিডিও শেয়ার করলো NASA
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
২১ জুন সূর্যগ্রহণ দেখতে ঠিক কেমন হতে পারে, তা নিয়ে NASA ইতিমধ্যেই একটি ভিডিও শেয়ার করেছে।
#নয়া দিল্লি: ২১ জুন সূর্যগ্রহণ দেখতে ঠিক কেমন হতে পারে, তা নিয়ে NASA ইতিমধ্যেই একটি ভিডিও শেয়ার করেছে। যা ভাইরাল হয়েছে। তাদের মতে এই দিন আর একবার পুরো 'রিং অফ ফায়ার' নজরে আসতে পারে। NASA ২০১৩র একটি ভিডিও শেয়ার করেছে । ওই বছর অস্ট্রেলিয়াতে এই রকম গ্রহণ দেখা গিয়েছিল। যদিও ২১ তারিখে হতে চলা গ্রহণ পুরো দেখা যাবে না ভারত থেকে। একটা অংশ দেখতে পাওয়া যাবে।
চলতি মাসের ২১ তারিখ, রবিবার এই সূর্যগ্রহণ দেখতে পাবেন সাধারণ মানুষ। ভারতীয় সময় সকাল ৯.১৫ মিনিটে গ্রহণ শুরু হবে। উত্তর ভারতের কয়েকটি জায়গা, যেগুলি টোটালিটি পাথের মধ্যে পড়ছে, সেখানে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। সেখানে গ্রহণ শুরু হবে বেলা ১০.১৭ মিনিটে। ১২.১০ পর্যন্ত চলবে গ্রহণ। একেবারে ছেড়ে যাবে বেলা ২.২ মিনিটে।বিজ্ঞানীরা বলেন, এই ধরণেই হাইব্রিড গ্রহণ খুব একটা নিয়মিত নয়। একই সঙ্গে একটি গ্রহণের পূর্ণগ্রাস ও বলয়গ্রাস দেখা গেলে, তাকে হাইব্রিড গ্রহণ বলা হয়। এটি তাই বিশেষ এক মহাজাগতিক দৃশ্য দেখার দিন।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2020 5:04 PM IST