লোকজন নেই, কাকে দেখে হাত নাড়লেন মোদি ? ভিডিও সামনে আসতেই উঠছে প্রশ্ন!

Last Updated:
#শ্রীনগর: বন্‌ধে স্তব্ধ শ্রীনগরে কাদের দেখে হাত নাড়লেন প্রধানমন্ত্রী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে ৷ বিরোধীদের খোঁচা চলছে ট্যুইটারে ৷
সেই ভিডিওতে দেখা গিয়েছে মোটরবোটে দাঁড়িয়ে ক্রমাগত হাত নেড়ে চলেছেন প্রধানমন্ত্রী। অথচ হ্রদের তীরে ভিড়ের অস্তিত্ব চোখে পড়েনি।
ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপিপি প্রধান মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লা-সহ বিরোধী নেতৃত্ব। মেহবুবার দাবি, ‘‘কাশ্মীরে কাল্পনিক বন্ধুদের’’ উদ্দেশে হাত নেড়েছেন প্রধানমন্ত্রী।
advertisement
অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার কটাক্ষ, ‘‘যাঁরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন তাঁদের ছবি না তুলে ফটোগ্রাফার মস্ত অন্যায় করেছেন। কারণ, মোদী কোনওভাবেই ফাঁকা হ্রদের দিকে হাত নাড়বেন না।’’ কংগ্রেস নেতা সলমন নিজামি আবার মনে করছেন, মোদী পাহাড়ের উদ্দেশে হাত নাড়ছেন।
advertisement
প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরের প্রেক্ষিতে হরতালের ডাক দিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। তার জেরে প্রায় জনহীন ছিল শ্রীনগরের পথঘাট। শহরের দোকান-বাজার-রেস্তোরাঁ সবই বন্ধ ছিল। দেখা যায়নি পর্যটকের ভিড়। স্থানীয় বাসিন্দারাও রাস্তায় বিশেষ ছিলেন না। ডাল লেকের তীরও ছিল জনশূন্য। তাই সকলেরই প্রশ্ন একটাই। গোটা শ্রীনগর যেখানে তালাবন্দি, সেখানে ডাল লেকের তীরে প্রধানমন্ত্রী কাদের উদ্দেশে হাত নাড়লেন! বিরোধীদের ট্যুইটার আক্রমণের জবাবে অবশ্য এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি বিজেপি শিবির।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লোকজন নেই, কাকে দেখে হাত নাড়লেন মোদি ? ভিডিও সামনে আসতেই উঠছে প্রশ্ন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement