Narendra Modi at Morbi: মোরবির দুর্ঘটনাস্থল পরিদর্শন মোদির, আহতদের দেখতে গেলেন হাসপাতালে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ছ' মাস বন্ধ ছিল মোরবি এই সেতু৷ তার পরে সেতু উদ্বোধনের মাত্র চার দিনের মধ্যে ছিঁড়ে যায় এই ঝুলন্ত সেতু৷
#মোরবি: মোরবিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার যেখানে ঝুলন্ত সেতু ভেঙে পড়েছিল, সেই জায়গায় পরিদর্শন করে দেখেন প্রধানমন্ত্রী৷ তার সঙ্গে ছিলেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হরিশ সাংভি৷ রবিবার সন্ধ্যায় আচমকাই ভেঙে পড়েছিল ১৪০ বছরের পুরনো এই সেতু৷ ভয়াবহ এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৩৬ জনের মৃ্ত্যু হয়েছে৷
গত কয়েকদিন গুজরাতেই ছিলেন প্রধানমন্ত্রী৷ এ দিন বিকেলে দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী৷ এখনও মাচ্ছু নদীতে চলছে উদ্ধারকাজ৷ কী কারণে সেতু ছিঁড়ে পড়ল, ইঞ্জিনিয়ার এবং গুজরাত সরকারের আধিকারিকদের সঙ্গে কথা বলে তাও বুঝে নেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী৷ দৃশ্যতই বিচলিত লাগছিল তাঁকে৷
advertisement
advertisement
রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ছ' মাস বন্ধ ছিল মোরবি এই সেতু৷ তার পরে সেতু উদ্বোধনের মাত্র চার দিনের মধ্যে ছিঁড়ে যায় এই ঝুলন্ত সেতু৷ সেতু বিপর্যয়ের এই ঘটনার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে৷
Prime Minister Narendra Modi, along with Gujarat CM Bhupendra Patel, visits the incident site in Morbi, Gujarat, while the search and rescue operation is underway in the Machchhu river. Death toll in the incident stands at 135 so far. pic.twitter.com/JefTWaTiNL
— ANI (@ANI) November 1, 2022
advertisement
জানা গিয়েছে, প্রয়োজনীয় ফিট সার্টিফিকেট ছাড়াই সেতুর উদ্বোধন হয়েছিল৷ সেতুর রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি সংস্থার উপরে দায়িত্ব দিয়েই দায় সেরেছিল গুজরাত সরকার৷ সেতুতে একশো মানুষের ভার বহন ক্ষমতা থাকলেও দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪০০ মানুষ ছিলেন বলে অভিযোগ৷
আরও পড়ুন: 'টিকিট কেটে ব্রিজে তখন প্রায় ৪০০ জন, কয়েক সেকেন্ডের মধ্যেই নদীতে ছিঁড়ে পড়ল সেতু', এখনও শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা
advertisement
দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মোরবির সিভিল হাসপাতালে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীনদেরও দেখতে যান৷ যদিও অভিযোগ, প্রধানমন্ত্রী আসার আগে রাতারাতি হাসপাতালের ভোল বদলে দেওয়া হয়েছে৷ হাসপাতালে পড়েছে নতুন রংয়ের প্রলেপ, বসানো হয়েছে নতুন টাইলস, আনা হয়েছে নতুন বেড, ওয়াটার পিউরিফায়ার৷
গুজরাত বিধানসভা নির্বাচনের আগে এই ভয়াবহ বিপর্যয় বিজেপি-কে অনেকটাই চাপে ফেলে দিয়েছে৷ ইতিমধ্যেই ঘটনার তদন্তে উচ্চপদস্থ কমিটি গঠন করেছে গুজরাত সরকার৷ গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 4:45 PM IST