• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে মোদি,পরিবারকে সমবেদনা প্রধানমন্ত্রীর

প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে মোদি,পরিবারকে সমবেদনা প্রধানমন্ত্রীর

সৌজন্যে : DD News

সৌজন্যে : DD News

২৪ অগাস্ট, দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন বিজেপির প্রবীণ নেতা অরুণ জেটলি । সেই সময় বিদেশ সফরে বাহরেইনে ছিলেন মোদি

 • Share this:

  #নয়াদিল্লি: বিদেশ সফর থেকে ফিরেই প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দিল্লিতে জেটলির বাসভবনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মোদি । তাঁদের সমবেদনাও জানিয়েছেন ।

  ২৪ অগাস্ট, দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন বিজেপির প্রবীণ নেতা অরুণ জেটলি । সেই সময় বিদেশ সফরে বাহরেইনে ছিলেন মোদি । মোদির অনুপস্থিতিতেই জেটলির শেষকৃত্য সম্পন্ন হয় । সোমবার, ২৬ অগাস্ট রাতেই রাজধানীতে ফিরেছেন মোদি ও আজ সকালেই দেখা করেছেন জেটলির পরিবারের সদস্যদের সঙ্গে । সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ।

  First published: