#নয়াদিল্লি: বিদেশ সফর থেকে ফিরেই প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দিল্লিতে জেটলির বাসভবনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মোদি । তাঁদের সমবেদনাও জানিয়েছেন ।
#WATCH Prime Minister Narendra Modi arrives at the residence of late former Union Finance Minister #ArunJaitley to pay tributes to him and meet his family. #Delhi pic.twitter.com/DeZaxGz2Ke
— ANI (@ANI) August 27, 2019
২৪ অগাস্ট, দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন বিজেপির প্রবীণ নেতা অরুণ জেটলি । সেই সময় বিদেশ সফরে বাহরেইনে ছিলেন মোদি । মোদির অনুপস্থিতিতেই জেটলির শেষকৃত্য সম্পন্ন হয় । সোমবার, ২৬ অগাস্ট রাতেই রাজধানীতে ফিরেছেন মোদি ও আজ সকালেই দেখা করেছেন জেটলির পরিবারের সদস্যদের সঙ্গে । সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।