Narendra Modi: চেনা যাচ্ছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী মোদিই! এমন পোশাকে কোথায় তিনি? রবি সকালে দুরন্ত চমক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Narendra Modi: রবিবার সকাল সকাল তাক লাগালেন প্রধানমন্ত্রী। চেনা ছকের খানিক বাইরে যেতে দেখা গেল তাঁকে। চিরাচরিত সাজপোশাক ছেড়ে খানিক অন্য ভাবে ধরা দিলেন তিনি।
বেঙ্গালুরু: কর্ণাটকে বিধানসভা ভোটের আগে একাধিক প্রকল্পের রূপায়নে সে রাজ্যে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বন্দিপুর টাইগার রিজার্ভে গেলেন তিনি। কথা বললেন সেখানকার কর্মীদের সঙ্গে। কাজ সম্পর্কিত নানা বিষয়ে আলোচনাও হল।
রবিবার সকাল সকাল তাক লাগালেন প্রধানমন্ত্রী। চেনা ছকের খানিক বাইরে যেতে দেখা গেল তাঁকে। চিরাচরিত সাজপোশাক ছেড়ে খানিক অন্য ভাবে ধরা দিলেন তিনি। এ ভাবে সচরাচর তাঁকে দেখা যায় না বললেই চলে। পাঞ্জাবি আর বন্ধগলা জ্যাকেট নয়, তাঁর পরনে ছিল ক্যামোফ্লাজ প্রিন্টের টি শার্ট, তার সঙ্গে খাকি রঙের ট্রাউজার্স এবং জ্যাকেট। সেই পোশাকের সঙ্গেই প্রধানমন্ত্রীর মাথায় ছিল মানানসই হ্যাট। পায়ে কালো রঙের জুতো।
advertisement
#WATCH | Prime Minister Narendra Modi arrives at Bandipur Tiger Reserve in Karnataka pic.twitter.com/Gvr7xpZzug
— ANI (@ANI) April 9, 2023
advertisement
ব্লেজার থেকে শুরু করে পাঞ্জাবি বা সাধারণ টি শার্ট, যে কোনও ধরনের পোশাকেই বরাবর সাবলীল নরেন্দ্র মোদি। রবিবার কর্ণাটকে তাঁর সাজপোশাক তাক লাগিয়েছে আরও একবার।
advertisement
রবিবার সকালে বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনের পর থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পেও যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। যাবেন মুদুমালাই ব্যাঘ্রপ্রকল্পেও। রবিবার মাইসুরুতে 'প্রোজেক্ট টাইগার'-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি মেগা ইভেন্টে সর্বশেষ বাঘ শুমারির তথ্যও প্রকাশ করবেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 10:43 AM IST