Narendra Modi: নিজের ট্যুইটার হ্যান্ডেলের DP বদলে ফেললেন মোদি! দেখাদেখি সুকান্ত-শুভেন্দুও হাঁটলেন সেই পথে

Last Updated:

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ বিষয়ে বলেন, ‘‘স্বাধীনতা দিবসের দিন আমরা এ রাজ্যের সমস্ত ঘরে যাতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়, সে ব্যাপারে দলের তরফে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি।’’ প্রসঙ্গত, সামনেই ১৫ অগাস্ট৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির তরফে৷

কলকাতা: ট্যুইট করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় DP বদলে ফেলার আবেদন জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বদলে ফেললেন নিজের ট্যুইটার হ্যান্ডেলের DP-ও৷ সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে আসুন আমরা আমাদের সকলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বগলে ফেলি৷ এই উদ্যোগ আমাদের দেশ ও আমাদের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে৷’
প্রধানমন্ত্রীর এই আবেদনের পরপরই অবশ্য এ রাজ্যের পদ্ম নেতারা নিজেদের সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে ফেলতে শুরু করে দিয়েছেন৷ বদলে রাখছেন তিরঙ্গা ছবি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির একাধিক নেতারা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: সরকারের বিকাশমুখী প্রকল্পকে পৌঁছে দিতে হবে মানুষের কাছে, জনপ্রতিনিধিদের একতার বার্তা মাণিকের
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ বিষয়ে বলেন, ‘‘স্বাধীনতা দিবসের দিন আমরা এ রাজ্যের সমস্ত ঘরে যাতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়, সে ব্যাপারে দলের তরফে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি।’’ প্রসঙ্গত, সামনেই ১৫ অগাস্ট৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কেন্দ্রের তরফে৷
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: নিজের ট্যুইটার হ্যান্ডেলের DP বদলে ফেললেন মোদি! দেখাদেখি সুকান্ত-শুভেন্দুও হাঁটলেন সেই পথে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement