Narendra Modi: নিজের ট্যুইটার হ্যান্ডেলের DP বদলে ফেললেন মোদি! দেখাদেখি সুকান্ত-শুভেন্দুও হাঁটলেন সেই পথে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ বিষয়ে বলেন, ‘‘স্বাধীনতা দিবসের দিন আমরা এ রাজ্যের সমস্ত ঘরে যাতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়, সে ব্যাপারে দলের তরফে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি।’’ প্রসঙ্গত, সামনেই ১৫ অগাস্ট৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির তরফে৷
কলকাতা: ট্যুইট করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় DP বদলে ফেলার আবেদন জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বদলে ফেললেন নিজের ট্যুইটার হ্যান্ডেলের DP-ও৷ সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে আসুন আমরা আমাদের সকলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বগলে ফেলি৷ এই উদ্যোগ আমাদের দেশ ও আমাদের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে৷’
প্রধানমন্ত্রীর এই আবেদনের পরপরই অবশ্য এ রাজ্যের পদ্ম নেতারা নিজেদের সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে ফেলতে শুরু করে দিয়েছেন৷ বদলে রাখছেন তিরঙ্গা ছবি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির একাধিক নেতারা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন।
In the spirit of the #HarGharTiranga movement, let us change the DP of our social media accounts and extend support to this unique effort which will deepen the bond between our beloved country and us.
— Narendra Modi (@narendramodi) August 13, 2023
advertisement
advertisement
‘हर घर तिरंगा’ अभियान ने आजादी के अमृत महोत्सव में एक नई ऊर्जा भरी है। देशवासियों को इस साल इस अभियान को एक नई ऊंचाई पर ले जाना है। आइए, 13 से 15 अगस्त के बीच देश की आन-बान और शान के प्रतीक राष्ट्रीय ध्वज को फहराएं। तिरंगे के साथ https://t.co/0CtV8SCePz पर अपनी सेल्फी भी जरूर…
— Narendra Modi (@narendramodi) August 11, 2023
advertisement
আরও পড়ুন: সরকারের বিকাশমুখী প্রকল্পকে পৌঁছে দিতে হবে মানুষের কাছে, জনপ্রতিনিধিদের একতার বার্তা মাণিকের
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ বিষয়ে বলেন, ‘‘স্বাধীনতা দিবসের দিন আমরা এ রাজ্যের সমস্ত ঘরে যাতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়, সে ব্যাপারে দলের তরফে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি।’’ প্রসঙ্গত, সামনেই ১৫ অগাস্ট৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কেন্দ্রের তরফে৷
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 13, 2023 1:18 PM IST