নেতাজির মাথার টুপি মোদিকে উপহার দিল বসু পরিবার
Last Updated:
#নয়াদিল্লি: গোটা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২২তম জন্মদিন ৷ দেশের বিভিন্নপ্রান্তে নেতাজি স্মরণে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান ৷ এদিন সকালে লালকেল্লায় সুভাষ চন্দ্র বোস মিউজিয়ামে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
দেশনায়ক নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র রাখা রয়েছে এখানেই ৷ নেতাজির স্মৃতিবিজড়িত সেই সব আসবাবপত্র ঘুরে দেখেন মোদি ৷ আর এখানেই প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিল একটা বিরাট চমক ৷ এখানেই স্বয়ং নেতাজির ব্যবহার করা টুপিটি নিয়ে অপেক্ষা করছিলেন বসু পরিবারের সদস্যরা ৷ আর সেই টুপিটিই নেতাজির পরিবারের তরফে মোদিকে উপহার হিসেবে প্রদান করা হয় ৷ এই নামী উপহার পেয়ে স্বভাবতই আপ্লুত নরেন্দ্র মোদি ৷
advertisement
প্রধানমন্ত্রী নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘নেতাজি ব্যবহার করতেন এই টুপিটি ৷ বসু পরিবারের কাছে আমি কৃতজ্ঞ, আমায় এই টুপিটি উপহার হিসেবে দেওয়ার জন্য ৷ এই টুপিটি লালকেল্লার ক্রান্তি মন্দিরে সঙ্গে সঙ্গে রাখা হয়েছে ৷ আমি আশা রাখছি, ইয়াংস্টাররা ক্রান্তি মন্দিরে আসবে ৷ এবং নেতাজির জীবন থেকে অনুপ্রেরণা পাবেন ৷’’
advertisement
I am grateful to the Bose family for presenting me a cap worn by Netaji Bose himself.
The cap has been immediately added to the display gallery at Kranti Mandir in the Red Fort complex. I hope more youngsters come to Kranti Mandir and get inspired by the life of Netaji Bose. pic.twitter.com/ujl6IBmFX5 — Narendra Modi (@narendramodi) January 23, 2019
advertisement
Location :
First Published :
January 23, 2019 3:57 PM IST