ইতিহাস বলছে রায়বরেলি থেকে কখনও খালি হাতে ফেরেনি কংগ্রেস, মোদি কী বলছেন?
Last Updated:
#রায়বেরেলি: সনিয়া গান্ধির কেন্দ্রে মোদির হাতিয়ার একে টু নট থ্রি। আমেঠিতে আধুনিক রাইফেল ফ্যাক্টরি তৈরি হবে। তার হাত ধরে নবজন্ম হবে রায়বরেলির। এমন উন্নয়ন, যা কখনও দেখেননি এলাকাবাসী। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে নরেন্দ্র মোদির স্বপ্নফেরি। রাফাল নিয়েও বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী।
রায়বেরেলির সভায় লুকনো তাস বের করলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। বোঝালেন, তাঁর হাতে এবার নতুন অস্ত্র।
গত ফেব্রুয়ারিতেই অস্ত্র কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। ঘোষণা হয়েছে, রুশ সহযোগিতায় এখানেই তৈরি হবে একে ২০৩ তৈরি কারখানা। যা দিনের মুখ দেখতে এখনও অন্তত ৫ বছর। সেই কারখানাই রায়বরেলিতে নরেন্দ্র মোদির বাজি।
advertisement
নজরে রাইবরেলি---
advertisement
১৯৯৯ সাল থেকে এখানে সাংসদ সনিয়া
২০০৯ সালে মাত্র ২৫ হাজার ভোট পায় বিজেপি
২০১৪ সালে তা বেড়ে হয় ১ লক্ষ ৭ হাজার
এবারের বিজেপি প্রার্থী দিনেশ প্রতাপ সিং খুব একটা হেভিওয়েট নন
রাফাল রায় নিয়ে ভুল ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয় রাহুল গান্ধিকে। এরপরই রাফাল নিয়ে পালটা আগ্রাসী গেরুয়া শিবির।
advertisement
জনসভায় নরেন্দ্র মোদির আরজি, নাম নয়, কেন্দ্রের সাফল্য দেখে ভোট দিন রায়বরেলিবাসী। ইতিহাস বলছে, সরকারে যাঁরাই থাকুন, রায়বরেলি থেকে কখনও খালি হাতে ফেরেনি কংগ্রেস। আরও ভালো করে বললে গান্ধি পরিবার। এবারও কী ছবিটা বদলাতে পারবেন নরেন্দ্র মোদি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2019 2:40 PM IST