Narendra Modi in UP: ইউক্রেন থেকে কেন ফেরানো যাচ্ছে পড়ুয়াদের? উত্তরপ্রদেশে 'খোলসা' করলেন মোদি!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Narendra Modi in UP: বিরোধীরা ইতিমধ্যেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। কেন এতটা সময় কেটে যাওয়ার পরও ইউক্রেন থেকে সব পড়ুয়াদের ফিরিয়ে আনা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।
#বারাণসী: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের শেষলগ্নে প্রচার তুঙ্গে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi in UP)। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের প্রচারে এক এক সময় এক একটি বিষয়কে তাস হিসেবে ব্যবহার করেছেন তিনি। এবার যেমন তুলে আনলেন ইউক্রেন থেকে পড়ুয়াদের ফিরিয়ে আনার প্রসঙ্গ। নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে রোড শো করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সবাই দেখছে ইউক্রেনে কী ঘটছে। ভারত সরকার সব পড়ুয়াকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।”
Huge turnout of people at PM Narendra Modi's roadshow in his parliamentary constituency of Varanasi, ahead of the seventh and the last phase of Uttar Pradesh Assembly elections pic.twitter.com/NZ14YdWKre
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 4, 2022
advertisement
বিরোধীরা ইতিমধ্যেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। কেন এতটা সময় কেটে যাওয়ার পরও ইউক্রেন থেকে সব পড়ুয়াদের ফিরিয়ে আনা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। যদিও বিরোধীরা যেটাকে সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করছে, উত্তরপ্রদেশের ভোটপ্রচারে গিয়ে সেটাকেই সাফল্য বলে দাবি করলেন প্রধানমন্ত্রী।
advertisement
মোদি বলেন, ''যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে হাজার হাজার মানুষকে ভারত সরকার উদ্ধার করে আনছে। এই ঘটনাই প্রমাণ করে সেটাই প্রমাণ করে যে বিশ্বমঞ্চে ভারতের শক্তি বাড়ছে। এত মানুষকে ফিরিয়ে আনার জন্যই আমরা অপারেশন গঙ্গা চালাচ্ছি।'' মোদি দাবি করেন, ''আমরা ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সবরকম পদক্ষেপ করছি। ইতিমধ্যেই চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা নানা দেশে পাঠিয়েছি। ভারতীয়দের উদ্ধার করে আনা হচ্ছে। প্রত্যেক ভারতীয় যাতে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সেটা নিশ্চিত করতে চেষ্টার কোনও কসুর করবে না কেন্দ্রীয় সরকার।''
advertisement
যদিও বিরোধীরা নরেন্দ্র মোদি সরকারকে ছেড়ে কথা বলতে চাইছেন না। তৃণমূল নেতা যশবন্ত সিনহা ইতিমধ্যেই বলছেন, “উত্তরপ্রদেশের ভোটের জন্য সরকার যেভাবে ভুয়ো প্রচার করছে, তা চরম দুঃখজনক। প্রধানমন্ত্রী ইউক্রেন নিয়ে উত্তরপ্রদেশের প্রচারে গিয়ে বলছেন, সেটা ভালো কথা। কিন্তু মানুষকে সে দেশ থেকে ফিরিয়ে আনার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত কেন্দ্রীয় সরকারের।''
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2022 4:27 PM IST