All Party Meeting on Afghanistan: মোদির নির্দেশ, আফগানিস্তান নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র

Last Updated:

রবিবারই কাবুল থেকে ১৬৮ জন যাত্রী নিয়ে ভারতে ফেরে বায়ুসেনার সি-১৭ বিমান৷ যাত্রীদের মধ্যে ১০৭জন ভারতীয় ছিলেন (All Party Meeting on Afghanistan)৷

#দিল্লি: এই মুহূর্তে আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফেরানোর কাজ চালাচ্ছে নয়াদিল্লি৷ দেশের নাগরিকদের পাশপাশি আফগান হিন্দু এবং শিখদেরও আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত সরকার৷ শুধু তাই নয়, আফগানিস্তানে যাঁরা ভারতের বন্ধু হিসেবে পরিচিত, তাঁদেরকেও প্রয়োজনে সাহায্য করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আফগানিস্তানে উদ্ধারকাজের জন্য এখন কাবুল থেকে দিনে দু'টি বিমান চালানোর অনুমতি পেয়েছে ভারত৷
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, 'আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের অবগত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এ বিষয়ে বিস্তারিত জানাবেন৷'
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি পৃথক একটি ট্যুইটে জানিয়েছেন, আগামী ২৬ অগাস্ট সকাল ১১টায় সর্বদলীয় বৈঠক হবে৷ তিনি জানিয়েছেন, সব দলের নেতাদের সামনে আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ ই মেলের মাধ্যমেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আমন্ত্রণ পাঠানো হচ্ছে৷
advertisement
advertisement
সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই কেন্দ্রীয় সরকার চিন সীমান্ত সহ দেশের সীমান্ত এলাকাগুলির পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের অবগত করেছিল মোদি সরকার৷ মূলত চিন সীমান্তের পরিস্থিতির কথাই তুলে ধরা হয়৷
advertisement
রবিবারই কাবুল থেকে ১৬৮ জন যাত্রী নিয়ে ভারতে ফেরে বায়ুসেনার সি-১৭ বিমান৷ যাত্রীদের মধ্যে ১০৭জন ভারতীয় ছিলেন৷ যাত্রীদের মধ্যে আফগানিস্তানের দুই শিখ সাংসদও ছিলেন৷ এর পাশাপাশি তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং কাতারের দোহা হয়ে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্তারার বিমানে ভারতে ফেরেন আফগানিস্তানে বসবাসকারী আরও বেশ কিছু ভারতীয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
All Party Meeting on Afghanistan: মোদির নির্দেশ, আফগানিস্তান নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement