All Party Meeting on Afghanistan: মোদির নির্দেশ, আফগানিস্তান নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র

Last Updated:

রবিবারই কাবুল থেকে ১৬৮ জন যাত্রী নিয়ে ভারতে ফেরে বায়ুসেনার সি-১৭ বিমান৷ যাত্রীদের মধ্যে ১০৭জন ভারতীয় ছিলেন (All Party Meeting on Afghanistan)৷

#দিল্লি: এই মুহূর্তে আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফেরানোর কাজ চালাচ্ছে নয়াদিল্লি৷ দেশের নাগরিকদের পাশপাশি আফগান হিন্দু এবং শিখদেরও আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত সরকার৷ শুধু তাই নয়, আফগানিস্তানে যাঁরা ভারতের বন্ধু হিসেবে পরিচিত, তাঁদেরকেও প্রয়োজনে সাহায্য করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আফগানিস্তানে উদ্ধারকাজের জন্য এখন কাবুল থেকে দিনে দু'টি বিমান চালানোর অনুমতি পেয়েছে ভারত৷
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, 'আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের অবগত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এ বিষয়ে বিস্তারিত জানাবেন৷'
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি পৃথক একটি ট্যুইটে জানিয়েছেন, আগামী ২৬ অগাস্ট সকাল ১১টায় সর্বদলীয় বৈঠক হবে৷ তিনি জানিয়েছেন, সব দলের নেতাদের সামনে আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ ই মেলের মাধ্যমেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আমন্ত্রণ পাঠানো হচ্ছে৷
advertisement
advertisement
সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই কেন্দ্রীয় সরকার চিন সীমান্ত সহ দেশের সীমান্ত এলাকাগুলির পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের অবগত করেছিল মোদি সরকার৷ মূলত চিন সীমান্তের পরিস্থিতির কথাই তুলে ধরা হয়৷
advertisement
রবিবারই কাবুল থেকে ১৬৮ জন যাত্রী নিয়ে ভারতে ফেরে বায়ুসেনার সি-১৭ বিমান৷ যাত্রীদের মধ্যে ১০৭জন ভারতীয় ছিলেন৷ যাত্রীদের মধ্যে আফগানিস্তানের দুই শিখ সাংসদও ছিলেন৷ এর পাশাপাশি তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং কাতারের দোহা হয়ে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্তারার বিমানে ভারতে ফেরেন আফগানিস্তানে বসবাসকারী আরও বেশ কিছু ভারতীয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
All Party Meeting on Afghanistan: মোদির নির্দেশ, আফগানিস্তান নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement