জাতীয়তাবাদ মানে 'ভারত মাতা কি জয়': মোদি
Last Updated:
#নয়াদিল্লি: বালাকোটে এয়ারস্ট্রাইকের পিছনে রাজনৈতিক কৌশল? ভোটের কথা ভেবেই পাকিস্তানের সঙ্গে স্নায়ুযুদ্ধ? নোটবন্দি-জিএসটির কী ফল পেল দেশ? কতটা মাথাব্যথা মমতার নেতৃত্বে বিরোধী মহাজোট? এই সমস্ত বিষয় নিয়ে নিউজ এইটিনে প্রধানমন্ত্রীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার।
গত পাঁচ বছরে বিজেপি সরকার গরিবদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ গ্রামীণ ভারত ও কৃষিক্ষেত্রের একাধিক নতুন প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার বলে সাক্ষাৎকারে জানালেন মোদি ৷
১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন ৷ তার আগে জাতীয়তাবাদ -সহ একাধিক ইস্যু নিয়ে নিউজ ১৮- এ এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ জাতীয়তাবাদ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে ৷ এই বিষয়ে মোদি জানালেন, ‘জাতীয়তাবাদ মানে ভারত মাতার জয় ৷ কিন্তু আমি ভারত মাতার জয় বলছি কিন্তু আমার মাতৃভূমি কষ্টে রয়েছে ৷ তাহলে এটা কেমন জাতীয়তাবাদ ? যদি আমি গরিব মানুষের মাথায় ছাদ করে দেওয়ার ব্যবস্থা করি সেটা কী জাতীয়তাবাদ নয় ? গরিবদের কাছে টাকা না থাকলে এবং বিনা চিকিৎসায় তাদের মৃত্যু হলে সেটা কী জাতীয়তাবাদ ?’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদ কী ? আমি গরিবদের মরতে দেব নাকি আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে তাদের ৫ লক্ষ টাকার সাহায্য পৌঁছে দেব ?’ মোদি আরও বলেন , ‘আমার লক্ষ্য মানুষের জীবনে উন্নয়ন নিয়ে আসা ৷ মানুষকে আরও সুযোগ-সুবিধা দেওয়া তাদের জীবনে পরির্বতন আনার জন্য ৷ এটা আমার কাছে জাতীয়তাবাদ ৷ আর সেক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী ৷ কোটি কোটি মানুষকে সুবিধা দেওয়ায় আমার কাছে জাতীয়তাবাদ ৷’
advertisement
এছাড়া তিনি আরও বলেন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইস্যু হল উন্নয়ন, সঠিক পরিকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ৷ পাশপাশি মধ্যবিত্তের সুরক্ষা দেওয়ার কথাও বলেছেন তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2019 1:19 PM IST