হোম /খবর /দেশ /
আফগানিস্তান নিয়ে কী পদক্ষেপ? শাহ, ডোভালদের নিয়ে বৈঠকে মোদি

Narendra Modi Discusses Afghanistan Situation: আফগানিস্তান নিয়ে কী পদক্ষেপ? শাহ, ডোভালদের নিয়ে বৈঠকে মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে নয়াদিল্লি৷ বিশেষত তালিবান বিরোধী নেতাদের অবস্থানেও লক্ষ্য রাখা হচ্ছে (Narendra Modi Discusses Afghanistan Situation)৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আফগানিস্তানে তালিবান সরকার গঠন হওয়াটা এখন সময়ের অপেক্ষা৷ যুদ্ধ বিধ্বস্ত দেশটির পরিস্থিতি প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে৷ পরিস্থিতির সদ্ব্যবহার করতে কাবুলে পৌঁছে গিয়েছেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন৷

তালিবানরা কাবুলের দখল নেওয়ার পর প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও এখনও আফগানিস্তানে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি৷ সরকারি সূত্রের খবর, গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে নয়াদিল্লি৷ বিশেষত তালিবান বিরোধী নেতাদের অবস্থানেও লক্ষ্য রাখা হচ্ছে৷ এই মুহূর্তে ওই নেতারা তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন৷ আফগানিস্তানে নতুন তালিবান সরকার গঠিত হলে তাদের সঙ্গে ভারত কী ধরনের সম্পর্ক রেখে চলবে, তা নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হওয়ার কথা৷

গত সপ্তাহেই কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল তালিবানদের এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন৷ বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, আফগানিস্তানের মাটি যাতে ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যবহার করা না হয়, তার উপরেই সবথেকে বেশি জোর দিচ্ছে নয়াদিল্লি৷ এর পাশাপাশি আফগানিস্তান থেকে কীভাবে নিরাপদে উদ্ধারকাজ চালানো যায়, তা নিয়েও আলোচনা চলছে৷

এ দিনই পঞ্জশির দখলের দাবি করেছে তালিবানরা৷ ফলে গোটা আফগানিস্তান এখন তাদের অধীনে৷ যদিও আফগান প্রতিরোধ বাহিনী তালিবানদের এই দাবি মানতে চায়নি৷ এরই মধ্যে কাবুলে পৌঁছে গিয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান৷ তালিবান এবং হাক্কানি নেটওয়ার্কের মধ্যে মতবিরোধ দূর করার উদ্দ্যেশ্য নিয়েই কাবুলে পৌঁছেছেন তিনি৷

আফগানিস্তানের পরিস্থিতি বিচার করে ভারতের কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত, তা স্থির করতে একটি উচ্চপর্যায়ের দল গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ সরকারের শীর্ষ আধিকারিকদের ওই দলে রাখা হয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Afghanistan, Narendra Modi, Taliban