‌মোদিতেই ভরসা সংসদের, অনাস্থা প্রস্তাব খারিজ

Last Updated:
#নয়াদিল্লি: বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে জিতল মোদি সরকার। ৪৫১ জন সাংসদের মধ্যে শুক্রবার অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ৩২৫ জন সাংসদ। প্রস্তাবের পক্ষে ভোট দেন ১২৬ জন সাংসদ। কেউ ভোটদানে বিরত ছিলেন না। ফল ঘোষণার পরই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। তারপরই সোমবার পর্যন্ত সংসদ মুলতুবি করে দেন স্পিকার। ভোটাভুটি শুরুর আগে লোকসভার সাধারণ সম্পাদক স্নেহলতা শ্রীবাস্তব সব সাংসদকে ভোটাভুটির নিয়ম পড়ে শুনিয়ে দেন।
তারপই হয় গোপনে ভোটদান।  জিতে যাওয়ার পর টেবিল চাপড়ে সরকারকে সমর্থন জানান এনডিএ সাংসদরা। আস্থা ভোটে বিরোধীদের পরাজয় হতে চলেছে সে ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। গতকালই বিরোধী শিবির থেকে বেরিয়ে গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে গিয়েছিল বিজেপির জোটসঙ্গী শিব সেনা। আজ অবশ্য তারা কোনওদিকেই ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে সুবিধা পেয়ে যায় বিজেপি।
বাংলা খবর/ খবর/দেশ/
‌মোদিতেই ভরসা সংসদের, অনাস্থা প্রস্তাব খারিজ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement