Pranab Mukherjee memorial: প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সৌধ গড়বে কেন্দ্র, ধন্যবাদ জানিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ কন্যা শর্মিষ্ঠার

Last Updated:

কয়েকদিন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর তাঁর স্মৃতি সৌধ নির্মাণ ঘিরে বিতর্কের মাঝেই সরব হয়েছিলেন শর্মিষ্ঠা৷

প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সৌধ গড়বে কেন্দ্রীয় সরকার৷ ছবি- পিটিআই
প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সৌধ গড়বে কেন্দ্রীয় সরকার৷ ছবি- পিটিআই
দিল্লি: দিল্লির রাজঘাটে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সৌধ গড়বে কেন্দ্রীয় সরকার৷ এ দিন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নিজেই সমাজমাধ্যমে এই খবর জানিয়েছেন৷ বাবা প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সৌধ গড়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানিয়েছেন শর্মিষ্ঠা৷ মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা৷
প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর তাঁর স্মৃতি সৌধ নির্মাণ ঘিরে বিতর্কের মাঝেই সরব হয়েছিলেন শর্মিষ্ঠা৷ কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে তিনি অভিযোগ তোলেন, স্মৃতি সৌধ দূরে থাক, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর শোকসভা আয়োজনের উদ্যোগও নেয়নি কংগ্রেস ওয়ার্কিং কমিটি৷
advertisement
advertisement
সমাজমাধ্যমে শর্মিষ্ঠা লেখেন, ‘বাবার স্মরণে সৌধ গড়ার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার জন্য আমার অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলাম৷ সবথেকে আনন্দের বিষয়, এ বিষয়ে আমরা সরকারের কাছে কোনও তদ্বির করিনি৷ প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত মহানুভবতা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে৷’
advertisement
শর্মিষ্ঠা মুখোপাধ্যায় আরও লিখেছেন, ‘বাবা সবসময় বলতেন, প্রস্তাব না এলে নিজে থেকে চেয়ে রাষ্ট্রীয় সম্মান নেওয়া উচিত নয়৷ প্রধানমন্ত্রী যে বাবার স্মৃতি রক্ষায় তাঁকে এভাবে সম্মান জানালেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ৷ বাবা এখন যেখানে আছেন, তিনি প্রশংসা অথবা সমালোচনার ঊর্ধ্বে৷ কিন্তু তাঁর মেয়ে হিসেবে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই৷’ ২০২০ সালের ৩১ অগাস্ট প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মৃত্যুর আগে ২০১৯ সালে তাঁকে ভারত রত্ন সম্মানে ভূষিত করে মোদি সরকার৷
advertisement
দিল্লির রাজঘাটে রাষ্ট্রীয় স্মৃতি স্থলে যেখানে প্রয়াত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিদের স্মৃতি সৌধ গড়ার জন্য জায়গা বরাদ্দ করা হয়, সেখানেই প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সৌধ নির্মাণ করা হবে৷ ওই জায়গাতেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি সৌধও রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pranab Mukherjee memorial: প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সৌধ গড়বে কেন্দ্র, ধন্যবাদ জানিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ কন্যা শর্মিষ্ঠার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement