Narendra Modi: সোশ্যাল মিডিয়ায় 'ডিপি' বদলে দিলেন মোদি, স্বাধীনতা দিবসের আগে দেশবাসীর কাছে আহ্বান
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী মূলত এই নিয়ে তৃতীয়বার "হর ঘর তিরঙ্গা" এই প্রচারের জন্যই এই উদ্যোগ নিয়েছেন। নিজের ছবি বদলে জাতীয় পতাকা রেখে তিনি লিখেছেন, "হর ঘর তিরঙ্গাকে একটি গণ আন্দোলনে পরিণত করুন।"
নয়াদিল্লি: সামনেই স্বাধীনতা দিবস। ৭৮তম স্বাধীনতা দিবসের আগে নিজের সোশ্যাল সাইট এক্সের ডিপি(ডিসপ্লে পিকচার) বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শুক্রবার, নিজের ছবি সরিয়ে জাতীয় পতাকায় নিজের ডিপি রাখলেন মোদি।
প্রধানমন্ত্রী মূলত এই নিয়ে তৃতীয়বার “হর ঘর তিরঙ্গা” এই প্রচারের জন্যই এই উদ্যোগ নিয়েছেন। নিজের ছবি বদলে জাতীয় পতাকা রেখে তিনি লিখেছেন, “হর ঘর তিরঙ্গাকে একটি গণ আন্দোলনে পরিণত করুন।”
As this year’s Independence Day approaches, let’s again make #HarGharTiranga a memorable mass movement. I am changing my profile picture and I urge you all to join me in celebrating our Tricolour by doing the same. And yes, do share your selfies on https://t.co/0CtV8SCePz
— Narendra Modi (@narendramodi) August 9, 2024
advertisement
advertisement
এক্স-এ তিনি আরও লেখেন, “আমাদের স্বাধীনতা দিবস ধীরে ধীরে এগিয়ে আসছে, আমাদের আবার হর ঘর তিরঙ্গা আন্দোলনকে স্মরণীয় করে তুলতে হবে। আমি আমার প্রোফাইল ছবি বদলে নিলাম। আমি চাইব আপনারাও আমার সঙ্গে যোগদান করুন। আপনারাও এই তিরঙ্গা দিয়ে এই উৎসব পালন করুন।”
advertisement
এই নিয়ে তৃতীয়বারের মতন “হর ঘর তিরঙ্গা” প্রচার করছেন প্রধানমন্ত্রী মোদি। এই প্রচার চলবে ৯ই অগাস্ট থেকে ১৫ই অগাস্ট পর্যন্ত। এই প্রচারের হাত ধরেই ৭৮তম স্বাধীনতা দিবসের সুচনা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং সাখাওয়াত বৃহস্পতিবার বলেন, প্রতিটি নাগরিক ঘরে থেকেই আমাদের পোর্টালে জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে পাঠাতে পারে।
advertisement
এছাড়াও সংসদের সদস্যদের “তিরঙ্গা বাইক র্যালি” করা হবে হবে জানানো হয়। এই র্যালি হবে অগাস্টের ১৩ তারিখে। ভারত মান্ডপম থেকে প্রগতি ময়দান শেষ হবে ইন্ডিয়া গেটের পাশ দিয়ে মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 09, 2024 1:15 PM IST