Doda Bus Accident: কাশ্মীরের বাস দুর্ঘটনায় ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর! ঘটনায় মর্মাহত রাষ্ট্রপতিও

Last Updated:

ভয়ঙ্কর বাস দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডায় চেনাব নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে যায়। ঘটনায় ৩৬ জন নিহত এবং জানা গিয়েছে আহত কমপক্ষে ১৯ জন। ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি। শোক প্রকাশ করেছেন তাঁরা।

কাশ্মীর: ভয়ঙ্কর বাস দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডায় চেনাব নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে যায়। ঘটনায় ৩৬ জন নিহত এবং জানা গিয়েছে আহত কমপক্ষে ১৯ জন। কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের আসার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) ভর্তি করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি। শোক প্রকাশ করেছেন তাঁরা।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে তিনি ডোডার জেলা প্রশাসক হরবিন্দর সিং-এর সঙ্গে কথা বলেছেন। তিনি এক্স পোস্ট করেছেন, ‘আহতদের জেলা হাসপাতাল কিশতওয়ার এবং জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হচ্ছে। বাকি আহতদের স্থানান্তরের জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও করা হবে। যে কোনও সাহায্যে জন্য আমি আছি, সব সময় যোগাযোগ রাখছি।’
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক মৃতের নিকটাত্মীয়দের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি এক্স পোস্ট করেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”
advertisement
প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও পোস্ট করেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর দুর্ভাগ্যজনক মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
advertisement
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ পোস্ট করেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তাঁদের এই বিরাট ক্ষতিতে আমি গভীরভাবে মর্মাহত। যেখানে বাসটি দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে স্থানীয় প্রশাসনের উদ্ধার তৎপরতায় উদ্ধার কার্য চলছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Doda Bus Accident: কাশ্মীরের বাস দুর্ঘটনায় ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর! ঘটনায় মর্মাহত রাষ্ট্রপতিও
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement