Narayan Rane|Mamata Banerjee: 'মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গ হতে দেব না', মমতা- উদ্ধবকে একসঙ্গে বিঁধলেন রানে

Last Updated:

এই মুহূর্তে বিরোধীরা একজোট হচ্ছে৷ বিরোধী জোটের সামনের সারিতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Narayan Rane|Mamata Banerjee)৷

#মুম্বাই: উদ্ধব ঠাকরেকে চড় মারার নিদান দিয়ে তিনি কোনও ভুল করেননি বলেই নিজের বক্তব্যে অনড় থাকলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে৷ একই সঙ্গে মহারাষ্ট্রে তৈরি হওয়া বিতর্কের সঙ্গে পশ্চিমবঙ্গকেও জড়িয়ে দিলেন রানে৷ জামিন পাওয়ার পর এ দিন তিনি বলেছেন, 'আমরা মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গ হতে দেব না৷ উদ্ধব ঠাকরে সরকার আর মাত্র কয়েকদিনের অতিথি৷'
উদ্ধব ঠাকরেকে চড় মারা উচিত বলে মন্তব্য করে গ্রেফতার হওয়া নারায়ণ রানে মঙ্গলবার রাতেই জামিন পেয়ে যান৷ তার পর এ দিনই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চপ্পল দিয়ে মারা নিয়ে উদ্ধব ঠাকরের একটি পুরোন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেই প্রসঙ্গ তুলে রানে বলেন, উদ্ধব যদি ওই কথা বলতে পারেন, তাহলে তিনিও চড় মারার কথা বলে কোনও ভুল করেননি৷
advertisement
এই মুহূর্তে বিরোধীরা একজোট হচ্ছে৷ বিরোধী জোটের সামনের সারিতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একদা বিজেপি-র জোটসঙ্গী শিবসেনার উদ্ধব ঠাকরেও বিরোধী জোটের সঙ্গে রয়েছেন৷ সম্ভবত সেই কারণেই এ দিন মমতার নাম না নিয়েই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টানেন রানে৷ কারণ চেষ্টা করেও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারেনি৷ তাছাড়া পশ্চিমবঙ্গে বার বার দলের নেতা কর্মীদের হেনস্থার অভিযোগ তোলেন বিজেপি নেতারা৷ কিন্তু মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপি-র জোট সরকারের স্থায়ীত্ব নিয়ে বার বার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে৷ আত্মবিশ্বাসী রানে তাই বলেন, মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ নয়৷
advertisement
advertisement
এ দিনই যোগী আদিত্যনাথ সম্পর্কে করা উদ্ধব ঠাকরের তিন বছর পুরোন একটি ভিডিও সামনে এসেছে৷ সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, উদ্ধব যোগী আদিত্যনাথ সম্পর্কে বলছেন, 'শিবাজিকে চটি পরে মাল্যদান করছিলেন উনি৷ দেখে আমার ওঁকে ওই চপ্পল দিয়েই মারতে ইচ্ছে করছিল৷ একজন মহারাজের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতাও আপনার আছে?' এ দিন উদ্ধবের এই পুরনো বিতর্কিত মন্তব্যের ভিডিও-ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ আর তাকে হাতিয়ার করেই পাল্টা উদ্ধবকে আক্রমণ করেছেন রানে৷ সঙ্গে টেনেছেন পশ্চিমবঙ্গের প্রসঙ্গও৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narayan Rane|Mamata Banerjee: 'মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গ হতে দেব না', মমতা- উদ্ধবকে একসঙ্গে বিঁধলেন রানে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement