নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো পড়ল খাদে! নৈনিতালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ১৬ যাত্রী! মৃত ২

Last Updated:

নৈনিতালের কাছে শনিবার রাতে হরিয়ানার টেম্পো খাদে পড়ে গৌরব বন্সল ও সোনুর মৃত্যু, ১৬ জন আহত. SDRF উদ্ধারকাজ চালিয়ে আহতদের সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করেছে।

News18
News18
নৈনিতালের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার রাতে ১৫ মিটার গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে দুই জনের, আহত হয়েছেন আরও ১৬ জন যাত্রী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় ১১টা নাগাদ। হরিয়ানার একটি টেম্পো কৈঞ্চি ধাম থেকে ফিরছিল। সেই সময় নৈনিতালের কাছে একটি বাঁকে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে।
advertisement
advertisement
মৃতদের পরিচয় মিলেছে। তাঁরা হলেন গৌরব বন্সল, দিল্লির বাদরপুরের বাসিন্দা, এবং চালক সোনু, যিনি হরিয়ানার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে এসডিআরএফ (SDRF)-এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। রাতভর চলে উদ্ধারকাজ, যা শেষ হয় ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ।
advertisement
খাদ থেকে আহতদের উদ্ধার করে তাঁদের হালদওয়ানির সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকলেই সেখানেই চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গিয়েছে—গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল পরিস্থিতি সামলাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো পড়ল খাদে! নৈনিতালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ১৬ যাত্রী! মৃত ২
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement