প্রচণ্ড শিলাবৃষ্টির সঙ্গে উত্তাল ঝড়, তার মধ্যেও ছাতা মাথায় মদের দোকানে লাইন সুরাপ্রেমীদের!

Last Updated:

ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনরা কেউ লিখছেন, ‘একেই বলে একাগ্রতা’, কেউ লিখেছেন, ‘অর্থনীতির যোদ্ধারা তাঁদের সেরা কাজ করছেন ।’

#নৈনিতাল: লকডাউনের জেরে দীর্ঘ দিন ধরে মদ না পেয়ে, মদের দোকান খুলতেই সুরাপ্রেমীরা ঝাঁপিয়ে পড়লেন৷ গোটা দেশজুড়েই মদের দোকানগুলিতে চলল লম্বা লাইন৷ কোথাও পুলিশের লাঠিচার্জ চলল। কোথাও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল দোকান । কোথাও বিক্রেতাদের উপর ফুল বৃষ্টি তো কোথাও চলল দোকানকে গড় হয়ে প্রণাম করা । বিশৃঙ্খলতার চূড়ান্ত ছবি দেখল গোটা দেশ ৷ করোনা ভাইরাস ভুলে মোক্ষ যখন শুধুই বোতল, তখন নৈনিতালের এই চিত্রকে অস্বাভাবিক বলা চলে না ।
মঙ্গলবারের ঘটনা। নৈনিতালে ব্যাপক শিলাবৃষ্টির সঙ্গে চলে উত্তাল ঝড়ো হাওয়া । কিন্তু তারপরেও দেখা যায় বহু মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে সেই প্রবল দুর্যোগেও মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মদের কাউন্টারের সামনে । প্রবীণ কাশওয়ান নামের এক বনবিভাগের আধিকারিক সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন । সঙ্গে জুড়ে দিয়েছেন হরিবংশ রাই বচ্চনের একটি কবিতার লাই- ‘অগ্নিপথ, অগ্নিপথ, অগ্নিপথ’ । শুধু তাই নয় ওই সুরাপ্রেমীদের মশকরা করে তিনি যোদ্ধার সঙ্গেও তুলনা করেছেন ।
advertisement
ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনরা কেউ লিখছেন, ‘একেই বলে একাগ্রতা’, কেউ লিখেছেন, ‘অর্থনীতির যোদ্ধারা তাঁদের সেরা কাজ করছেন ।’
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রচণ্ড শিলাবৃষ্টির সঙ্গে উত্তাল ঝড়, তার মধ্যেও ছাতা মাথায় মদের দোকানে লাইন সুরাপ্রেমীদের!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement