প্রচণ্ড শিলাবৃষ্টির সঙ্গে উত্তাল ঝড়, তার মধ্যেও ছাতা মাথায় মদের দোকানে লাইন সুরাপ্রেমীদের!

Last Updated:

ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনরা কেউ লিখছেন, ‘একেই বলে একাগ্রতা’, কেউ লিখেছেন, ‘অর্থনীতির যোদ্ধারা তাঁদের সেরা কাজ করছেন ।’

#নৈনিতাল: লকডাউনের জেরে দীর্ঘ দিন ধরে মদ না পেয়ে, মদের দোকান খুলতেই সুরাপ্রেমীরা ঝাঁপিয়ে পড়লেন৷ গোটা দেশজুড়েই মদের দোকানগুলিতে চলল লম্বা লাইন৷ কোথাও পুলিশের লাঠিচার্জ চলল। কোথাও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল দোকান । কোথাও বিক্রেতাদের উপর ফুল বৃষ্টি তো কোথাও চলল দোকানকে গড় হয়ে প্রণাম করা । বিশৃঙ্খলতার চূড়ান্ত ছবি দেখল গোটা দেশ ৷ করোনা ভাইরাস ভুলে মোক্ষ যখন শুধুই বোতল, তখন নৈনিতালের এই চিত্রকে অস্বাভাবিক বলা চলে না ।
মঙ্গলবারের ঘটনা। নৈনিতালে ব্যাপক শিলাবৃষ্টির সঙ্গে চলে উত্তাল ঝড়ো হাওয়া । কিন্তু তারপরেও দেখা যায় বহু মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে সেই প্রবল দুর্যোগেও মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মদের কাউন্টারের সামনে । প্রবীণ কাশওয়ান নামের এক বনবিভাগের আধিকারিক সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন । সঙ্গে জুড়ে দিয়েছেন হরিবংশ রাই বচ্চনের একটি কবিতার লাই- ‘অগ্নিপথ, অগ্নিপথ, অগ্নিপথ’ । শুধু তাই নয় ওই সুরাপ্রেমীদের মশকরা করে তিনি যোদ্ধার সঙ্গেও তুলনা করেছেন ।
advertisement
ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনরা কেউ লিখছেন, ‘একেই বলে একাগ্রতা’, কেউ লিখেছেন, ‘অর্থনীতির যোদ্ধারা তাঁদের সেরা কাজ করছেন ।’
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
প্রচণ্ড শিলাবৃষ্টির সঙ্গে উত্তাল ঝড়, তার মধ্যেও ছাতা মাথায় মদের দোকানে লাইন সুরাপ্রেমীদের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement