হোম /খবর /দেশ /
২৬/১১-র বর্ষপূর্তিতে বড়সড় জঙ্গি হামলার ছক!নাগরোটা এনকাউন্টার নিয়ে বৈঠক মোদির

২৬/১১-র বর্ষপূর্তিতে বড়সড় জঙ্গি হামলার ছক ! নাগরোটা এনকাউন্টার নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

Photo: Twitter

Photo: Twitter

হাইওয়ের টোল প্লাজায় এই গুলির লড়াইয়ের পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#শ্রীনগর: জম্মুতে সম্প্রতি জঙ্গিদের নাশকতার ছক বানচাল করেছে নিরাপত্তারক্ষীরা ৷ নাগরোটার বান টোপ প্লাজায় লুকিয়ে ছিল চার সন্ত্রাসবাদী ৷ সেখানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় চার জঙ্গি ৷ সংঘর্ষে এক জওয়ান আহত হন ৷ হাইওয়ের টোল প্লাজায় এই গুলির লড়াইয়ের পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ৷ নাগরোটা এনকাউন্টার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, NSA, বিদেশ সচিব এবং ইন্টেলিজেন্স ব্যুরোর শীর্ষ আধিকারিকদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ খবর পাওয়া গিয়েছে, যে জঙ্গিরা মুম্বইয়ে ২৬/১১-র হামলার ১২ বছর পূর্তি উপলক্ষে বড়সড় কোনও হামলার ছক কষেছিল ৷ তাই আপাতত চার জঙ্গিকে খতম করেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না ৷ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷

আগে থেকেই খবর থাকায় বৃহস্পতিবার ভোর রাতে জঙ্গিদের তল্লাশিতে শুরু হয়েছিল নাকা চেকিং। সেই সময়ই আচমকা নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। তারা দ্রুত পালিয়ে সামনের জঙ্গলে ঢুকে পড়ে। এরপরই শুরু হয় গুলির লড়াই। জানা গিয়েছে, জঙ্গিরা বাসে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল। এর পর থেকে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি। জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Nagrota, PM Narendra Modi