Rejection in Love: প্রথমে শ্বাসরোধ, তার পর মাথা ঠুকে তরুণীকে হত্যা! ঝুলিয়ে রাখা হয় নিথর দেহ, গ্রেফতার প্রেমে প্রত্যাখ্যাত প্রতিবেশী
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Rejection in Love:প্রথমে ধারণা করা হয়েছিল আত্মঘাতী হয়েছেন প্রাচী৷ ময়নাতদন্তের পর পুরো ঘটনার মোড় পাল্টে যায়৷ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে তরুণীর৷
নাগপুর : ছিল আত্মহত্যার ঘটনা, হয়ে গেল নির্মম খুন৷ নাগপুরে তরুণীর রহস্যমৃত্যুতে নাটকীয় মোড়৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই তরুণীকে খুন করেছেন তাঁর পড়শি শেখর আজবরাও ধোরে (৩৮)৷ প্রসঙ্গত বিএ ক্লাসের ছাত্রী, শেয়ার ট্রেডিং-এর প্রশিক্ষণরত তরুণী প্রাচী দেশাইকে বুধবার তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়৷
প্রথমে ধারণা করা হয়েছিল আত্মঘাতী হয়েছেন প্রাচী৷ ময়নাতদন্তের পর পুরো ঘটনার মোড় পাল্টে যায়৷ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে তরুণীর৷ এর পরই পাল্টে যায় তদন্তের অভিমুখ৷ পুলিশ যখন খুনের তদন্ত শুরু করে, তখন সন্দেহ পড়ে প্রতিবেশী শেখর আজাবরাও ধোরের উপর, যিনি পাশের বাড়িতে থাকেন। তদন্তে জানা যায় যে তিনি প্রাচীকে ভালবাসতেন, কিন্তু প্রাচী তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
advertisement
অভিযোগ, প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে, ধোরে তাঁকে হত্যার ষড়যন্ত্র করে। ঘটনার দিন, যখন প্রাচীর বাবা-মা এবং ভাই কাজে বাইরে ছিলেন, এবং তিনি বাড়িতে একা ছিলেন, সুযোগ পেয়ে শেখর ঘরে ঢুকে পড়ে। রাগের বশে, তিনি প্রথমে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তার পর দেওয়াল বা মেঝেতে প্রাচীর মাথা ঠুকে দিয়ে হত্যা করে। পুলিশের ধারণা, অপরাধটিকে আত্মহত্যা সাজিয়ে আড়াল করার জন্য, প্রাচীর দেহটি একটি ওড়না দিয়ে ঝুলিয়ে দেয় শেখর।
advertisement
advertisement
আরও পড়ুন : অন্ধ্রের হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে ভস্মীভূত যাত্রিবাহী বাস ও পণ্যবোঝাই লরি! নিহত অন্তত ৩
ময়নাতদন্তের রিপোর্টে মাথায় গুরুতর আঘাত এবং অন্যান্য শারীরিক আঘাতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর, পুলিশ একটি খুনের মামলা দায়ের করে এবং অভিযুক্ত শেখরকে গ্রেফতার করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nagpur,Maharashtra
First Published :
Jan 22, 2026 1:12 PM IST










