১২টি বিধানসভা নির্বাচনের পরও নাগাল্যান্ডে নির্বাচিত হননি কোনও মহিলা বিধায়ক!

Last Updated:

১২টি বিধানসভা নির্বাচনের পরও নাগাল্যান্ডে নির্বাচিত হননি কোনও মহিলা বিধায়ক!

 #কোহিমা: নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কেটে গিয়েছে ৫৪ বছর ৷ রাজ্য গঠনের পর ১২বার বিধানসভা নির্বাচন হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় একবারও কোনও মহিলা বিধায়ক নির্বাচিত হননি ৷ ইতিহাস কি বদলাবে ২০১৮ বিধানসভা নির্বাচনে?
বিধানসভার ৬০টি আসন দখলে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ১৯৫ জন প্রার্থী ৷ তার মধ্যে পাঁচ জন মহিলা প্রার্থী ৷ এদের মধ্যে ডিমাপুর-III ও নোকসেন বিধানসভা কেন্দ্র থেকে ন্যাশনাল পিপল পার্টির টিকিটে লড়ছেন ওয়েডি-ইউ ক্রোনু এবং মানজ্ঞানপুলা ৷ তুয়েনসাঙ সর্দার-II কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রাখিলা ৷
ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরেক মহিলা প্রার্থী আওয়ান কোনইয়াক ৷ তিনি আবোই কেন্দ্রের প্রার্থী ৷ শিজামি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রেখা রোজ ডুকরু ৷ ক্ষমতায় থাকা নাগা পিপল ফ্রন্ট কোনও মহিলা প্রার্থীকে ভোটের টিকিট দেয়নি ৷
advertisement
advertisement
রাখিলা ছাড়া বাকি চারজনই ভোটের ময়দানে নতুন ৷ নাগা পিপল ফ্রন্টের প্রধান শুরহোযেলি লাইজিয়েতসু জানিয়েছেন, তাদের পার্টির কোনও মহিলা সদস্যই ভোটে লড়তে আগ্রহী নন ৷
৫৪ বছর পর কি নাগাল্যান্ডে তৈরি হবে নয়া ইতিহাস? উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই ৷ বহুদিন ধরে চলা ৬০ সদস্য বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি ৷ ফলাফল ৩ মার্চ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
১২টি বিধানসভা নির্বাচনের পরও নাগাল্যান্ডে নির্বাচিত হননি কোনও মহিলা বিধায়ক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement