আজ মেঘালয় ও নাগাল্যান্ডে চলছে ভোটগ্রহণ

Last Updated:

আজ মেঘালয় ও নাগাল্যান্ডে চলছে ভোটগ্রহণ

 #শিলং: ত্রিপুরার পর এবার ভোটগ্রহণের পালা মেঘালয় ও নাগাল্যান্ড ৷ সকাল সাতটা থেকে এই দুই রাজ্য শুরু হয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া ৷ দুই রাজ্যেই বিধানসভা ৬০ আসনবিশিষ্ট ৷ কিন্তু নাগাল্যান্ডে ৫৯ আসনে চলছে ভোটগ্রহণ ৷
বিকেল ৪টে অবধি দুই রাজ্যেই চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ উত্তর-পূর্বের এই দুই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি ৷ নাগাল্যান্ডের কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ ৷ ২,১৫৬ টি পোলিং স্টেশনকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ ইতিমধ্যে এদিন সকালেই নাগাল্যান্ডের একটি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে ৷
অন্যদিকে, মেঘালয়ে কি তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে কোনও চেষ্টার অভাব রাখেনি কংগ্রেস ৷ ৬০ আসনের মেঘালয় বিধানসভা দখলের লড়াইয়ে সামিল সব দলই ৷ উল্লেখ্য মেঘালয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি ৷ মোট ১৮ লক্ষ ৩০ হাজার ১০৪টি ভোটের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৯ লাখ ২৩ হাজার ৮৪৮ জন ৷ রাজ্যের ৩,০৮৩ পোলিং স্টেশনে চলছে ভোটগ্রহণ ৷
advertisement
advertisement
বেলা ১১টা পর্যন্ত নাগাল্যান্ডে ৩৭ শতাংশ ভোট পড়েছে ৷ মেঘালয়ে ভোটদান হয়েছে ৪১ শতাংশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আজ মেঘালয় ও নাগাল্যান্ডে চলছে ভোটগ্রহণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement