কলকাতা: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জেলাগুলিতে সবুজ সাথী প্রকল্পের অধীনে সাইকেল বিতরণ প্রক্রিয়া শেষ করে দেওয়ার জন্য। তারপরও একাধিক জেলায় সাইকেল বিতরণ প্রক্রিয়া কর্মসূচিতে ঢিলেমি চলছে। সেই তথ্য উঠে এসেছে নবান্নের পরিসংখ্যানেই। তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে নবান্নের শীর্ষ মহল।
সাইকেল বিতরণ কর্মসূচিতে কেন এত দেরি হচ্ছে? আগামী দুই সপ্তাহের মধ্যেই সাইকেল বিতরণ প্রক্রিয়া কর্মসূচি শেষ করার নির্দেশ জেলাগুলিকে দিল নবান্ন। নবান্ন সূত্রে খবর জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা চললেও ১৫ মার্চের মধ্যেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে হবে।
আরও পড়ুন: বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী, পুজো দিলেন গঙ্গা মন্দিরে
নবান্নের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ৫ লক্ষ ৬৬ হাজার ৪৯৯টি সাইকেল দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের রাজ্য জুড়ে। কিন্তু এখনও বাকি রয়েছে এক লক্ষ ৪৫ হাজার ৮৯৮ টি সাইকেল দেওয়ার কাজ। যার মধ্যে রাজ্যের কোচবিহার, হুগলি, জলপাইগুড়ি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণার মতো জেলাগুলিতে একাধিক সাইকেল দেওয়ার কর্মসূচি বাকি রয়েছে।
আরও পড়ুন: বিরোধী জোটের সম্ভাবনায় শেষ পেরেক পুঁতে দিল সাগরদিঘির ফল? মমতার মন্তব্যে জোর জল্পনা
নবান্ন সূত্রে খবর, কোচবিহার জেলায় এখনও ১২ হাজারের বেশি সাইকেল দেওয়ার প্রক্রিয়া বাকি রয়েছে। হুগলি জেলায় ১৮ হাজারেরও বেশি সাইকেল দেওয়ার প্রক্রিয়া বাকি রয়েছে।দ্রুত এই জেলাগুলিতে সাইকেল দেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে নবান্নের শীর্ষ মহল।
রাজ্যে এপ্রিল - মে মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি মুখ্য সচিব বৈঠক করে ৩০ মার্চের মধ্যেই সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। রাজ্যের একাধিক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দ্রুত সাইকেল দেওয়ার কাজ শেষ করতে হবে। তারপরেও একাধিক জেলায় কাজে ঢিলেমি হওয়ায় দ্রুত এই কাজ ১৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। মূলত পঞ্চায়েত নির্বাচনের আগেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দিতে চায় নবান্ন। তার জন্যই সবুজ সাথী প্রকল্পের অধীনে সাইকেল দেওয়ায় বিশেষ তৎপরতা শুরু নবান্নের শীর্ষ মহলে বলেই মনে করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nabanna, Sabuj Sathi