মুসলিমরা বিজেপিকে ভোট দেন না: রবিশঙ্কর প্রসাদ

Last Updated:

মুসলিম ভোট নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিতর্কিত মন্তব্য ঘিরে অস্বস্তিতে বিজেপি।

#নয়াদিল্লি: মুসলিম ভোট নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিতর্কিত মন্তব্য ঘিরে অস্বস্তিতে বিজেপি। শুক্রবার প্রসাদ বলেন বিজেপি মুসলিমদের কারুর সঙ্গে কোনওরকম বৈষম্য করে না ৷ তবুও মুসলিমরা বিজেপি-কে ভোট দেয় না ৷
‘১৫ টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৩ জন মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ কেন্দ্রে বিজেপি ক্ষমতায় ৷ কিন্তু কোনও সংস্থায় কর্মরত মুসলিমদের সঙ্গে কী কোনও বিদ্বেষমূলক আচরণ করেছি ? বা কাউকে কী কর্মচ্যুত করেছি ? আমরা ওদের মর্যাদা দিয়েছি ৷ ’ মাইন্ডমাইন সামিটে এমনই মন্তব্য করেছেন প্রসাদ ৷
প্রসাদের এই মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে ৷ কারণ সম্প্রতি উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে ৷ মুসলিন সমর্থন পেয়েছে বিজেপি বলে দাবি করা হয়েছে ৷ পাশাপাশি অন্য রাজ্যেও বিজেপি মুসলিম সর্মথন পেয়েছে বলে দাবি করা হয় ৷
advertisement
advertisement
তিন তালাক ইস্যু নিয়ে সম্প্রতি সরব হয়েছে বিজেপি ৷  মুসলিম সম্প্রদায়ের কাছে সমর্থন পাওয়ার চেষ্টায় এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এরকম পরিস্থিতে প্রসাদের এই মন্তব্যে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে দল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মুসলিমরা বিজেপিকে ভোট দেন না: রবিশঙ্কর প্রসাদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement