corona virus btn
corona virus btn
Loading

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, মুসলিম ব্যক্তির বিয়ের কার্ডে গণেশের ছবি

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, মুসলিম ব্যক্তির বিয়ের কার্ডে গণেশের ছবি

দেশজুড়ে যখন বিভাজনের নানা ঘটনা প্রকাশ্যে আসছে, তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির নয়া নজির গড়লেন মুসলিম এই ব্যক্তি ৷

  • Share this:

#ঝাবুয়া: দেশজুড়ে যখন বিভাজনের নানা ঘটনা প্রকাশ্যে আসছে, তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির নয়া নজির গড়লেন মুসলিম এই ব্যক্তি ৷ মুসলিম হয়ে বিয়ের কার্ডে ছাপালেন গণেশের মূর্তি ৷ হিন্দু বন্ধুদের নিজের বিয়েতে নিমন্ত্রণ করার জন্য অভিনব এই পন্থা নিয়েছেন মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার বাসিন্দা সালিম।

সালিমের এই সাহসী পদক্ষেপ ধর্মবিরোধী বলে মনে করেছেন অনেকেই ৷ বিরোধিতা শুরু হয় সব মহলে ৷ তাই হুমকিও আসতে শুরু করে তাদের বাড়িতে ৷ সালিমের বড় ভাই আরিফের কাছে বিস্তর হুমকি আসে এই বলে যে এমন পদক্ষেপ ধর্মত্যাগের সমান ৷ তবে আরিফ ও সালিমের পরিবার তাতে কর্ণপাত করতে নারাজ ৷

সালিমের বন্ধুরা তার এই সিদ্ধান্তে আপ্লুত ৷ তারা মনে করেন যে গোটা দেশে যেখানে প্রতিদিন সাম্প্রদায়িক হিংসা বেড়ে চলেছে সেখানে তাদের বন্ধুর এই পদক্ষের অত্যন্ত প্রশংসনীয় ৷ এর জেরে দুই সম্প্রদায়ের মধ্যে  সম্পর্ক আরও মজবুত হবে ৷

তবে এটাই প্রথম নয় ৷ এর কয়েকদিন আগেই মালদহে ধর্মীয় ভেদাভেদ দূরে সরিয়ে রেখেই মিছিল করে হিন্দু ব্যক্তির মৃতদেহ সৎকারে নিয়ে গিয়েছিলেন মুসলিম ভাইরা ৷

First published: May 3, 2017, 9:40 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर