‘সব EMI পার্টি,’ আইফোন ১৭ কেনার হিড়িক! বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়েই চলল চড়-ঘুসি..চূড়ান্ত বিশৃঙ্খলা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মুম্বই: শুক্রবারে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল মুম্বইয়ের এক মোবাইলের দোকানে। মুম্বইয়ের মোবাইল সংস্থা অ্যাপেলের দোকানে ফোন কেনা নিয়ে প্রবল হুড়োহুড়ির সৃষ্টি হয়। আইফোনের নতুন ভার্সন আইফোন১৭ ঘিরে ইতিমধ্যেই ভারতবর্ষে প্রবল উন্মাদনার সৃষ্টি হয়েছে।
advertisement
জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা-কুরলার জিও সেন্টারে সকাল থেকেই দোকানের বাইরে ভিড় বাড়তে থাকে। সকাল থেকেই নতুন ফোন হাতে নিতে উন্মাদনা বাড়তে থাকে আগ্রহীদের মধ্যে।
advertisement
এই প্রচণ্ড ভিরের মধ্যেই, কয়েকজন ব্যক্তির মধ্যে ঝামেলা শুরু হয়। সেখান থেকেই হাতাহাতির পর্যায় শুরু হয়। কিন্তু, সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা সেই ঝামেলা থামিয়ে দেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। মুম্বইয়ের ওই স্থান ছাড়া আর কোথাও কোনও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আইফোন রিলিজের খবর নিয়ে ক্রেতাদের মধ্যে উত্তেজনা দেখা যায় দিল্লি, হায়দরাবাদ-সহ একাধিক মেট্রো শহরে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 3:27 PM IST

