গাড়ির প্রতিটা সিট-এ সিট বেল্ট না পরলে কী হাল হবে? ভিডিও পোস্ট করে বুঝিয়ে দিল মুম্বই পুলিশ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মানুষকে সচেতন করতে এহেন শৈল্পিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মুম্বইবাসী-সহ গোটা দেশ।
#মুম্বই: শুধুই সামনের সিট নয়, গাড়ির প্রতিটা সিট-এই পরা উচিৎ সিট-বেল্ট, আর তা না পরলে কী হবে? ভিডিও পোস্ট করে বুঝিয়ে দিল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করা চারটি ভিডিও ভারী মনে ধরেছে নেটিজেনদের! মানুষকে সচেতন করতে এহেন শৈল্পিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মুম্বইবাসী-সহ গোটা দেশ।
सर्व मुंबईकरांना एक विनंती, कृपया सीट बेल्टचा वापर करा.@MTPHereToHelp pic.twitter.com/rAxgRcZ0eG
— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) September 5, 2022
advertisement
অগাস্ট মাসেই সামনে আসে মুম্বই পুলিশের 'ফিল্মি ' কায় দায় অপারেশনের গল্প! শহরের একটি রেলস্টেশনের বাইরে ফাঁদ পেতে চোরের জন্য ছদ্মবেশে অপেক্ষা করছিল পুলিশের একটি দল। প্রায় তিন দিন অপেক্ষার করার পর দুই কুখ্য়াত ছিনতাইবাজকে গ্রেফতার করল তারা। পুলিশ জানিয়েছে, গত কয়েক দিন ধরেই মুম্বইয়ের নির্দিষ্ট কিছু এলাকায় একের পর এক মহিলাদের হার ছিনতাইয়ের ঘটনার রিপোর্ট আসছিল পুলিশের কাছে। পুলিশ খোঁজ নিয়ে জেনেছিল, কুখ্যাত দুই ছিনতাইবাজ এর সঙ্গে জড়িত। যারা ছিনতাই করার পরই বাইকে চেপে হাওয়ায় মিলিয়ে যায়। পরে সেই বাইক পাওয়া যায় বিভিন্ন স্টেশন চত্বরে। মুম্বই এমনই একটি বাইকের খোঁজ পেয়ে চোরেদের জন্য ফাঁদ পাতে পুলিশের একটি দল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2022 8:46 PM IST