ফাঁকা ফ্ল্যাটে স্পা করাতে গিয়ে ফাঁসলেন বৃদ্ধ! মাসাজের ফাঁকেই কুকীর্তি, শেষে বাঁচাল পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত জুলাই মাসে মাসাজ নেওয়ার জন্য অনলাইনে সার্চ করেন তিনি৷ এর পরই ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে কানহাইয়া নামে এক ব্যক্তি৷
স্পা করাতে গিয়ে বিপদে পড়লেন ৬৩ বছরের বৃদ্ধ৷ খোয়া গেল ৫০ হাজার টাকা৷ আরও ৬ লক্ষ টাকা চেয়ে ওই বৃদ্ধকে চাপও দেয় অভিযুক্তরা৷ শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন পেশায় আইনজীবী ওই বৃদ্ধ৷
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বোরিভালি এলাকায়৷ জানা গিয়েছে, সম্প্রতি বোরিভালিতে একটি নতুন ফ্ল্যাট কেনেন ওই আইনজীবী৷ গত জুলাই মাসে মাসাজ নেওয়ার জন্য অনলাইনে সার্চ করেন তিনি৷
এর পরই ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে কানহাইয়া নামে এক ব্যক্তি৷ এক ঘণ্টা মাসাজ করার জন্য ৭ হাজার টাকা দাবি করেন তিনি৷ গত ১১ জুলাই বোরিভলির ফ্ল্যাটে এসে আইনজীবীকে মাসাজ সার্ভিস দেন ওই যুবক৷
advertisement
advertisement
গত ৭ সেপ্টেম্বর ফের একবার মাসাজ করানোর জন্য ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন ওই বৃদ্ধ৷ তখন মুন্না নামে নিজের এক সহকারীকে ওই আইনজীবীর কাছে পাঠায় কানহাইয়া৷ মুন্না নামে এই দ্বিতীয় যুবক বৃদ্ধকে মাসাজ করানোর সময় ওই বৃদ্ধকে নিজের পোশাক খুলে ফেলতে বলে৷ ওই অবস্থাতেই বৃদ্ধের ভিডিও মোবাইলে রেকর্ড করতে থাকে সে৷
advertisement
ওই আইনজীবী যখন বিষয়টি বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে মাসাজ বন্ধ করে দেন তিনি৷ কিন্তু এর পরই বিষয়টি অন্য দিকে মোড় নেয়৷ অভিযোগ, মুন্না এবং কানহাইয়া নামে দুই যুবক ওই আইনজীবীর উপরে চড়াও হয়৷ তাঁর নগ্ন ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বৃদ্ধের কাছে অর্থ দাবি করে তারা৷ সম্মানহানির ভয়ে দু জনকে ৫০ হাজার টাকা দিয়ে দেন ওই আইনজীবী৷
advertisement
এর কিছু দিন পর থেকে ওই দু জন ফের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ওই বৃদ্ধের কাছে আরও ৬ লক্ষ টাকা দাবি করে৷ তাঁর আত্মীয়স্বজনের কাছে ওই আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে দু জন৷ এর পরই পুলিশের দ্বারস্থ হন ওই প্রবীণ আইনজীবী৷ তদন্তে নেমে গত ২১ সেপ্টেম্বর খেরওয়াড়ি এবং অন্ধেরি থেকে সমীর আলি (২১) এবং ভূপেন্দ্র সিং (২৫) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2025 3:00 PM IST