Mumbai Fire News: সর্বনাশ! ইডির দফতরে বিধ্বংসী আগুন, বহু জরুরি নথি নষ্টের আশঙ্কা, কোন বড় মামলার নথি ছিল জানেন?

Last Updated:

Mumbai Fire News: ঘটনাটি ঘটেছে মুম্বইতে। শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

মুম্বইতে ইডি অফিসে আগুন
মুম্বইতে ইডি অফিসে আগুন
মুম্বই: মুম্বইয়ে ইডি দফতরে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১২টি এঞ্জিন। শনিবার গভীর রাতে ইডি দফতরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে আগুন লাগায় বহু গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কা রয়েছে।
ঘটনাটি ঘটেছে মুম্বইতে। শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই আগুনে কেউ হতাহত না হলেও দফতরে থাকা বহু নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, শনিবার রাত আড়াইটে নাগাদ এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। পরে আরও ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
advertisement
advertisement
জানা গিয়েছে, মুম্বইতে ইডির এই দফতরেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপের ঘটনায় অভিযুক্ত মেহুল চোকসি, নীরব মোদিদের মামলার তদন্ত চলছে।
মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনেই একটি ছ’তলা ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর। রাত আড়াইটে নাগাদ সেখান থেকে দমকলের কাছে ফোন যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছিল। কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ফলে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। এরই মধ্যে নষ্ট হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Fire News: সর্বনাশ! ইডির দফতরে বিধ্বংসী আগুন, বহু জরুরি নথি নষ্টের আশঙ্কা, কোন বড় মামলার নথি ছিল জানেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement