মুম্বইয়ের কমলা মিলসের দুর্ঘটনায় মৃতদের ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য, ৫ পুর আধিকারিক সাসপেন্ড
Last Updated:
মুম্বইয়ের কমলা মিলসের দুর্ঘটনায় মৃতদের ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য, ৫ পুর আধিকারিক সাসপেন্ড
#মুম্বই: মুম্বইয়ের কমলা মিলসে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই ১৫ জনের মৃত্যু হয়েছে। ওই বহুতল থেকে বেরনোর সুব্যবস্থা থাকলে এতজনের মৃত্যু ঠেকানো যেত। এমনটাই মত, হাসপাতালের ফরেনসিক দফতরের প্রধানের। অগ্নিকাণ্ডের পর যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দমকল বিধি না মেনে কীভাবে পাবের অনুমতি? সরব বিজেপি, কংগ্রেস। ঘটনায় দৃশ্যতই অস্বস্তিতে শিবসেনা। পাঁচ পুর আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
কমলা কমপাউন্ডের বহুতলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা কি যথাযথ ছিল? বিল্ডিংয়ের ছাদে পাবের অস্থায়ী ছাউনির অনুমতি কীভাবে মিলল? দমকলের বিধি কী মানা হয়েছিল? আগুনে ১৫ জনের মৃত্যুর ঘটনার পর এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে। পাব বা বহুতলে দমকলের বিধি যে মানা হয়নি তা ময়নাতদন্তের রিপোর্টেই পরিষ্কার। ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবি, বেরোনোর সুব্যবস্থা থাকলে এত মৃত্যুর ঘটনা ঠেকানো যেত।
advertisement
খাতায় কলমে দু'দল এখনও একই নৌকায়। কিন্তু বিজেপি-শিবসেনা ফাটল কতটা চওড়া হয়েছে তা জানান দিল অগ্নিকাণ্ডের ঘটনা। দুর্ঘটনায় শিবসেনাকে কাঠগড়ায় তুলে বৃহন্মুম্বই পুর প্রশাসনকে নিশানা বিজেপির। একই সুর কংগ্রেসেরও।
advertisement
এতগুলি মৃত্যুতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শিবসেনা। তাদের সাফাই, এখন দোষারোপের সময় নয়, শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে হবে।
আগুনের আঁচ লেগেছে সংসদেও। সমাজবাদী পার্টির বক্তব্য, সব ঘটনাতেই সরকারকে টেনে আনা ঠিক নয়। পুর আধিকারিকদের গাফিলতির তদন্ত হোক। চাপে পড়ে লোকসভায় বিষয়টি তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে শিবসেনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2017 5:46 PM IST