প্রতিবেশীকে কামড় সারমেয়র, চার মাসের জেল মালিকের! নির্দেশ মুম্বইয়ের আদালতের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নির্দেশ দিতে গিয়ে বিচারক আরও জানান, সিসিটিভি ফুটেজ থেকেই স্পষ্ট ওই ব্যক্তি মিজের পোষ্যের প্রতিটিই যথাযথ যত্নশীল ছিলেন না অভিযুক্ত ঋষভ৷
অ্যাবাসনের লিফট-এর ভিতরে প্রতিবেশীকে কামড়ে দিয়েছিল পোষা সারমেয়৷ তার জন্য চার মাস জেলবন্দি থাকতে হবে পোষ্যের মালিককে৷
এমনই ঘটনা ঘটেছে মুম্বইয়ের ওরলির একটি আবাসনে৷ শাস্তি পাওয়া ওই ব্যক্তির নাম ঋষভ পটেল৷ আক্রান্ত ব্যক্তির নাম রমিত শাহ৷ কোনও প্রাণীকে দিয়ে ইচ্ছাকৃত ভাবে অন্য কাউকে আঘাত করার অভিযোগে মামলা দায়ের হয় পোষ্যের মালিকের বিরুদ্ধে৷
শাস্তি ঘোষণা করতে গিয়ে বিচারক স্পষ্ট জানান, অভিযুক্ত ঋষভ পটলের প্রতি অতিরিক্ত কোনওদয়া মায়া দেখাবেন না তিনি৷ আদালতে সওয়াল চলাকালীন জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি তাঁর দেড় বছরের ছেলে এবং পরিচারককে নিয়ে লিফটে করে নামছিলেন৷ মাঝপেথ পোষ্য সারমেয় নিয়ে লিফটে ওঠার চেষ্টা করেন ঋষভ পটেল৷ প্রাথমিক ভাবে রমিত শাহ নামে ওই ব্যক্তি ঋষভ পটেলেকে বলেন, যেহেতু তাঁর ছেলে একেবারেই ছোট এবং কুকুরকে ভয় পায়, তাই সারমেয় নিয়ে তিনি যেন লিফটে না ওঠেন৷
advertisement
advertisement
যদিও সেই অনুরোধ উপেক্ষা করেই লিফটে ওঠেন ওই ব্যক্তি৷ এর পরই তাঁর পোষ্য সারমেয় লিফটে থাকা রমিত শাহ এবং তাঁর ছেলের উপরে চড়াও হয়৷ ছেলেকে রক্ষা করতে গিয়ে হাতের আঙুলে কামড় খান রমিত শাহ৷ অভিযোগ, এই ঘটনার পরে দুঃখপ্রকাশ করা দূরে থাক, উল্টে কেউ তাঁর কিছুই করতে পারবে না বলে হুমকি দেন ঋষভ৷
advertisement
নির্দেশ দিতে গিয়ে বিচারক আরও জানান, সিসিটিভি ফুটেজ থেকেই স্পষ্ট ওই ব্যক্তি মিজের পোষ্যের প্রতিটিই যথাযথ যত্নশীল ছিলেন না অভিযুক্ত ঋষভ৷ কার্যত টানতে টানতে কুকুরটিকে লিফটে তোলেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 3:00 PM IST