Love Affair: নাবালিকার হাত ধরে প্রেম নিবেদন! যুবককে হাজতে পাঠাল পকসো আদালত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Jail custody for proposing: নাবালিকাকে হাত ধরে প্রেম নিবেদন করেছিলেন যুবক। পকসো আদালত সেই যুবককে দোষী সাব্যস্ত করে দুই বছরের জন্য হাজতে পাঠাল মুম্বইয়ের আদালত।
মুম্বই: নাবালিকাকে হাত ধরে প্রেম নিবেদন করেছিলেন যুবক। পকসো আদালত সেই যুবককে দোষী সাব্যস্ত করে দুই বছরের জন্য হাজতে পাঠাল মুম্বইয়ের আদালত। দোষী কিশোরের যখন ঘটনাটি ঘটছিল তখন বয়স ১৯ বছর এবং নাবালিকার বয়স ১৪ বছর। বিচারক অশ্বিনী লোখান্ডের মতে এখানে কিশোরের আচরণ মেয়েটির মর্যাদাহানি করেছে।
পাঁচ বছর আগের ঘটনা। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নাবালিকার মা মুম্বইয়ের সাকিনাকা থানায় কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে মেয়েটি সামনের একটি দোকানে গিয়েছিল। ফেরার পরে দেখা যায় তার চোখে জল। পরে জিজ্ঞাসাবাদ করার পরে মেয়েটি জানায়, একজন তার পিছু নিয়েছিল, পরে তার হাত ধরে তাকে বলেছে, “আই লাভ ইউ”।
advertisement
advertisement
মামলা চলাকালীন যুবক স্বীকার করে যে, সে মেয়েটির প্রেমে পড়েছিল এবং মেয়েটিও যুবকের সঙ্গে সেই সময় দেখা করতে রাজি হয়েছিল। যদিও আদালত দুই পক্ষের বক্তব্য শুনে যুবককে শ্লীলতাহানির মামলায় দোষী সাব্যস্ত করে। বি়চারক লোখান্ডে জানান, যদি সত্যিই দু’জনের মধ্যে ভালবাসার সম্পর্ক হত, তা হলে নাবালিকা ঘটনাটি তার মাকে লুকিয়ে যেত। সেই সঙ্গে যুবককে দুই বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2024 8:10 PM IST