'ব্লু হোয়েল' বা 'মোমো' নয়, মুম্বই কাঁপছে 'নীল আতঙ্ক'-এ
Last Updated:
#মুম্বই: এই 'নীল আতঙ্ক'-এর নাম ব্লু বটল জেলিফিশ! বিষাক্ত এই জেলিফিশের আতঙ্কে থরহরিকম্প গোটা মুম্বই শহর। সমুদ্র সৈকতে জেলিফিশের হুলের খোঁচায় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন অনেক শহরবাসী। তার মধ্যে জুহুতেই আক্রান্তের সংখ্যা দেড়শোর-ও বেশি।
স্থানীয় সূত্রের খবর, মুম্বইয়ের একাধিক সমুদ্রতটে উঠে আসছে ব্লু বটল জেলিফিশ। গত দু’দিন ধরে চলেছে তাদের অবাধ আক্রমণ। সব থেকে বেশি দাপট জুহু বিচে। মুহুর্মুহু আক্রান্তের সংখ্যা বাড়ায় প্রাতঃভ্রমণকারীরাও সৈকতের রাস্তা এড়িয়ে চলছেন।
বর্ষার মাঝামাঝি, প্রতি বছরই বাণিজ্যনগরীর সমুদ্রসৈকতে বিষাক্ত জেলিফিশের দেখা মেলে। প্রতি বছরই অনেকে আক্রান্ত হন। তবে এ'বার সেই সংখ্যাটা অনেক বেশি বলে দাবি স্থানীয়দের। ব্লু বটল জেলিফিশের অন্য নাম ‘পর্তুগিজ ম্যান-অফ-ওয়ার’। দাঁড়ার বিষ দিয়ে এরা মাছ শিকার করে । এই বিষে মানুষের প্রাণ সংশয় না-হলেও, ক্ষত ও যন্ত্রণায় প্রাণ ওষ্ঠাগত হওয়ার যোগাড়! সেই সঙ্গে মারাত্মক চুলকানি। এরা মূলত জলের উপরিতলে থাকে, ঝোড়ো হাওয়া দিলে তটে উঠে আসে।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2018 4:02 PM IST