Mumbai Blast: মুম্বইয়ের ধারাভি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড! দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Mumbai Blast: মুম্বইয়ের ধারাভিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানি হয়নি। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিস্তারিত জানুন...
মুম্বই: মুম্বইয়ের ধারাভির নেচার পার্ক, PNGP কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বাস ডিপোর কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই আগুন ছড়িয়ে পড়ে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত প্রায় ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
advertisement
advertisement
ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের মতে, আগুন প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পুলিশও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে। বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যস্ত সিয়ন-ধারাভি লিংক রোডে বিশাল যানজটের সৃষ্টি হয়।
মুম্বাইয়ের আরেকটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিরাপত্তারক্ষীর মৃত্যু – একটি পৃথক ঘটনায়, মুম্বইয়ের বিদ্যাবিহার এলাকায় ১৩ তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।
advertisement
প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যাবিহার স্টেশনের বিপরীতে নাথানি রোডে অবস্থিত তক্ষশীলা কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে ভোর ৪:৩৫ মিনিটে আগুন লাগে। এতে প্রথম ও দ্বিতীয় তলার পাঁচটি ফ্ল্যাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক সংযোগ, আসবাবপত্র, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), জামাকাপড় ও কাঠের সাজসজ্জা পুড়ে যায়। প্রথম ও দ্বিতীয় তলার করিডোরেও আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে কাঠের দেওয়াল, আসবাবপত্র ও জুতার তাক ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
১৫-২০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে – দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ থেকে ২০ জনকে নিরাপদে ভবন থেকে বের করে আনা হয়েছে। এই বহুতল ভবনটির একটি গ্রাউন্ড ফ্লোর, একটি পডিয়াম এবং ১৩টি তলা রয়েছে। ৪৫ বছর বয়সী নিরাপত্তারক্ষী উদয় গাঙ্গান গুরুতর আহত অবস্থায় রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
advertisement
অন্য আরেকজন নিরাপত্তারক্ষী সব্বাজিত যাদব (৫২) প্রায় ২৫-৩০% পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 1:33 AM IST