Mumbai Billboard Collapse: প্রচণ্ড ঝড়ে উপড়ে গেল বিলবোর্ড ! মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ১৪ জনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই আকাশ কালো করে তীব্র ঝড় ওঠে মুম্বইয়ে। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশালাকার বিল বোর্ড।
মুম্বই: ভয়াবহ ঝড় মুম্বইয়ে ! সাংঘাতিক এই ধুলো ঝড়ে বিলবোর্ড উপড়ে পড়ে ১৪ জনের মৃত্যু হল ঘাটকোপর এলাকায় ৷ ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ায় নীচে থাকা অনেকেই সেসময়ে চাপা পড়েন ৷ এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই আকাশ কালো করে তীব্র ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো ঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশালাকার ওই বিজ্ঞাপনের বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই।
advertisement
advertisement
প্রচণ্ড ঝড়ে বিলবোর্ডটি ভেঙে পড়ে একটি পেট্রোল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। চাপা পড়ে সেসময়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। উদ্ধার করা হয় ৬০ জনকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
Huge hoarding collapses at a petrol pump in Mumbai’s Ghatkopar area. Several people trapped inside, cars have been crushed#Mumbai #Ghatkopar #Rains #Wind #Maharashtra #HeavyRains pic.twitter.com/lnJmPwUcoE
— News18 (@CNNnews18) May 13, 2024
advertisement
ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
May 14, 2024 9:48 AM IST